ধূপগুড়ি: উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে ক্রমশ। সেই আবহে ধূপগুড়ি থেকে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধিনসভা নির্বাচনের পর বিজেপি নেতাদের টিকিও দেখা যায়নি, এখন ফের নির্বাচন দেখে হামলে পড়েছেন বলে অভিযোগ তুললেন তিনি। শুধু তাই নয়, বিজেপি যদি টাকা দিতে আসে, সেই টাকা যেন মানুষ নিয়ে নেন, কিন্তু ভোটটা যেন তৃণমূলকেই দেন, এদিন সেই আবেদনই জানাতে শোনা যায় অভিষেককে।


শনিবার ধূপগুড়িতে জনসভা করেন অভিষেক। সেখান থেকেই কড়া ভাষায় বিজেপি-কে আক্রমণ করেন তিনি। বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে ফল ভাল না হলেও, রাজ্যের তৃণমূল সরকার সেখানে উন্নয়নের কাজ বন্ধ করেনি বলে মন্তব্য করেন অভিষেক। গতিনি বলেন, "আপনারা কি চান ধূপগুড়ি আলাদা মহকুমা হোক? ২০১৯ এবং ২০২১-এ বিজেপি-কে জিতিয়েছেন। তাঁদের প্রশ্ন করে দেখুন, কত বার সেই দাবি তুলেছেন তাঁরা? যাঁদের ভোট দিচ্ছেন, তাঁদের প্রশ্ন করা কিন্তু আপনাদের অধিকার। ৩১ ডিসেম্বরের মধ্য়ে ধূপগুড়ি মহকুমা হবে। আমি বলতে পারতাম, একবছর বা দেড় বছরে হবে। আমি বলতে পারতাম কীভাবে করা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমি বলছি হবে, করে দেখাব, প্রতিশ্রুতি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এর দায়-দায়িত্ব এই সভা থেকে আমি নিয়ে গেলাম।"


এক সময় রাজ্যে মোদি-শাহরা 'ডেলি প্যাসেঞ্জারি' করলেও নির্বাচন মিটে যেতেই আর বিজেপি-র দেখা নেই বলে এদিন মন্তব্য করেন অভিষেক। বলেন, "দিল্লি-মুম্বইয়ে থাকি না আমি। আমি বাংলার ভূমিপুত্র। কথা দিয়ে না রাখতে পারলে, কোনও দিন আপনাদের আর মুখ দেখাব না। ড১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? উল্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছে। রাখিতে ২০০ টাকা গ্যাসের দাম কমিয়ে দেখাচ্ছে। পাঁচ বছরে একবার রাখি আসে না! আসলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই পদ্মফুল যেন চোখে সর্ষেফুল দেখে।"


বিজেপি-র সামনে মনাথা নত করার প্রশ্ন ওঠে না বলেও এদিন ধূপগুড়িবাসীকে উৎসাহিত করেন অভিষেক। তিনি বলেন, "আপনাদের ১০০ দিনের টাকা দিল্লির বুক থেকে আদায় করে আনার দায়িত্ব আমার। গণতন্ত্রে গণদেবতা মানুষ, তাঁরাই শেষ কথা বলেন। প্রধানমন্ত্রীর দম্ভ চূর্ণ করতে ১০ সেকেন্ডও সময় লাগবে না। উনি ভাবছেন, ওঁর হাতে রিমোট রয়েছে, যখন চাইবেন ১০০ দিনে, আবাসের টাকা বন্ধ করে দেবেন। আপনাদের হাতেও ইভিএম-এর বোতাম রয়েছে। ৪৪০ ভোল্ট একেবারে, এখানে বোতাম টিপবেন, দিল্লিতে ছটফট করবে।"


আসন্ন লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি বিরোধীদের I.N.D.I.A জোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন অভিষেক। এদিন তিনি জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধীরা ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম কমিয়ে ৫০০ টাকায় আনা হবে। ধর্ম নয়, রাজনীতিতে রোটি-কপড়া-মকানের নীতি প্রতিষ্ঠিত হবে I.N.D.I.A জোটের হাতে। বিজেপি-র লোকজন টাকা দিতে এলে, সাধারণ মানুষকে নিয়ে নিতেও বলেন অভিষেক। মানুষের উদ্দেশে বলেন, "বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন। বড় ফুলের টাকা নিয়ে, জোড়া ফুলে ভোট দিন।"