ক্যান্ডি: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ কি ভেস্তে যাবে বৃষ্টিতে? শ্রীলঙ্কার স্থানীয় আবহাওয়া দফতর অনুযায়ী আজ ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সেখানকার আবহাওয়ার যা পূর্বাভাস তাতে হয়ত নির্ধারিত সময়ে টস শুরু নাও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। সেখানকার স্থানীয় আবহাওয়ার দফতর জানাচ্ছে যে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝোড়ো বৃষ্টিও হতে পারে। আর্দ্রতা হতে থাকতে পারে ৮৪ শতাংশ। এছাড়াও ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। 


তবে কিছুটা আশার খবরও রয়েছে। আর তা হল বৃষ্টি শুরু হলেও বিকেলের পর দিয়ে মূলত সন্ধের দিকে বৃষ্টি থেমে যেতে পারে। আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে খেলা দেরিতে যদি শুরুও হয়, ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। নিয়ম অনুযায়ী বৃষ্টি-বিঘ্নিত ওডিআই ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য অন্ততপক্ষে ২০ ওভারের খেলা প্রয়োজন। সেক্ষেত্রে ওভার কমিয়ে প্রয়োজনমত ২০ ওভারের ম্যাচও হতে পারে। সেক্ষেত্রে এশিয়া কাপ এবার ওয়ান ডে ফর্ম্য়াটের হলেও তা টি-টোয়েন্টি ম্যাচে পরিণত হবে।


কিন্তু যদি ম্যাচের এক বলও খেলা না হয়, তাহলে? অঙ্ক বলছে সেক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে ২ দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। আর তেমনটা হলে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবেন বাবররা। নেপালের বিরুদ্ধে তখন ভারতের ম্যাচ জিততেই হবে।


এদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের (Nepal Cricket) বিরুদ্ধে বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান (India vs Pakistan)। প্রথম ম্যাচের যে একাদশ খেলেছিল। সেই একাদশই ধরে রাখছে বাবর আজম বাহিনী। উল্লেখ্য, মুলতানে ঘরের মাঠে নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাক শিবির। ভারতের বিরুদ্ধে যদিও খেলার জন্য শ্রীলঙ্কায় সফর করতে হয়েছে শাহিন আফ্রিদি, রিজওয়ানদের। নেপালের বিরুদ্ধে ২৩৮ রানের রেকর্ড ব্যবধানে জয় এসেছিল। অধিনায়ক বাবর আজম ১৫১ রানের ইনিংস খেলছিলেন। ইফতিকার আহমেদ অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও বল হাতে শাদাব খান দলের হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছিলেন।


ভারতের বিরুদ্ধে ম্যাচের পাক একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, আঘা সালমান, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ