রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ। জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। সাংবাদিক বৈঠক ডেকে ওই তৃণমূল নেতার শাস্তির দাবিও জানালেন তিনি। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে প্রাক্তন তৃণমূল বিধায়কের দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।


জলপাইগুড়িতে (Jalpaiguri) নারী নির্যাতনের অভিযোগে নাম জড়াল প্রাক্তন তৃণমূল বিধায়ক (Formar TMC MLA) জোসেফ মুন্ডার। তাঁর বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে মেটেলি থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। 


বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়েরের পর, সাংবাদিক বৈঠক করে অভিযুক্ত প্রাক্তন বিধায়কের শাস্তির দাবি জানান তিনি। নাগরাকাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক জোসেফ মুন্ডা জলপাইগুড়িতে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সভাপতির দায়িত্বেও ছিলেন। 


অভিযোগকারিণীর দাবি, 'দীর্ঘদিন ধরে আমাকে ধর্ষণ (Rape Case) করা হয়েছে। আমি আগেই কমপ্লেন করতে গিয়েছিলাম। জোসেফ মুন্ডার লোক আটকে দিচ্ছিল। ভয় দেখাচ্ছিল। ধর্ষণের অভিযোগ অস্বীকার প্রাক্তন তৃণমূল বিধায়কের।


নাগরাকাটার তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডার (Josheph Munda) কথায়, মিথ্যা অভিযোগ। পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। মহিলার মেডিক্যাল পরীক্ষার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


উল্লেখ্য কিছুদিন আগে মালদার মানিকচকে মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, সন্ধে বেলায় বাড়ি ফেরার পথে, যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে প্রতিবেশী যুবক। মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছিলেন মালদার পুলিশ সুপার।


জীবনটা তাঁর আর পাঁচজন তরুণীর মতো ছিল না তাঁর। জন্ম থেকে কোনও শব্দ নেই মুখে। মূক বধির সেই তরুণীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদার মানিকচকে। তরুণীর দাদার অভিযোগ, শনিবার জমিতে কাজ করতে গিয়ে সন্ধেয় বাড়ি ফেরেনি বোন। এরপর রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে নিজেই ঘটনার কথা জানায় বছর ২৫-এর তরুণী। পরিবারের আরও অভিযোগ, আগেও এই ধরণের কাজ করার চেষ্টা করেছিল প্রতিবেশী যুবক।


নির্যাতিতার দাদা জানিয়েছিলেন, 'বিকেলে জমিতে কাজ করছিল, খোঁজাখুঁজি শুরু, রাত ৮টায় ফেরে, শরীরে আঘাতের চিহ্ন ছিল। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করি। ইশারায় বলে। এরপর মানিকচক হাসপাতালে ভর্তি করেছি। থানায় অভিযোগ জানিয়েছি। অভিযুক্তের শাস্তি চাই। আগেও এই ধরণের চেষ্টা করেছিল, তখন মিটমাট করা হয়।'


ঘটনায় মানিকচক থানায় ধর্ষণ (Manikchaj rape case) ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। মালদার পুলিশ সুপার জানান, তরুণীর মেডিক্যাল টেস্ট করানো হবে। অভিযুক্তের খোঁজ চলছে ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নির্যাতিতা।