রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মৈপীঠে বাঘ বন্দি হলেও, ভালুকের (Bear) ভয়ে কাঁপছে জলপাইগুড়ি। প্রাতর্ভ্রমণে (Morning Walk) জারি নিষেধাজ্ঞা। কিং সাহেবের ঘাটের কাছে খাঁচা পাতল পুরসভা (Municipality)।
মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি পুরসভা (Jalpaiguri Municipality) এলাকার আট নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট (King Saheb Ghat) সংলগ্ন ক্লাব রোড এলাকায় ভালুক (Bear) দেখা পাওয়ার খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে (Jalpaiguri City)। ঘটনায় জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে খোদ ভাইস চেয়ারপার্সন (Vice Chair Person) সৈকত চট্টোপাধ্যায় রাস্তায় নেমে মাইকিং (Miking) করে এলাকাবাসীদের ঘর থেকে না বেরোতে অনুরোধ করেন। পাশাপাশি আজ সকালে জলপাইগুড়ি শহরে যাঁরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন তাঁদেরও বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অপরদিকে ভালুকটি তিস্তা পার ধরে জেলাশাসকের বাংলো হয়ে তিস্তা উদ্যানে ঢুকেছে কি না তা নিশ্চিত হতে রাতেই সরজমিন তদন্ত করা হয়। জেলাশাসকের বাংলো এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতির খতিয়ে দেখেন বন দফতরের আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ করে দেখলেন বনদফতরেরে ডি এফ ও দের একটি দল। দলে ছিলেন বন্যপ্রাণী বিভাগের ডি এফ ও অংশু যাদব, টেরিটোরিয়াল এর ডি এফ ও মৃদুল কুমার, উদ্যান ও কানন শাখার ডি এফ ও অঞ্জন গুহ সহ অন্যান্যরা। একইসঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন রেঞ্জ থেকে বনকর্মী ও ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের এনে রাতেই তল্লাশি শুরু করেছে বন দফতর। এখনও চলছে তল্লাশি।
গতকাল দিনভর টানাপোড়েনের পর কুলতলিতে গতকাল রাতে অবশেষে ধরা পড়ে বাঘ। ধানখেতে লুকিয়ে ছিল সেই রয়্যাল বেঙ্গল টাইগার। এই আতঙ্কে ঘুম ওড়ে দক্ষিণ ২৪ পরগনার (south 24 pargana) মৈপীঠ থানা এলাকার গ্রামবাসীদের। বাঘ (tiger) ধরতে পাতা হয় খাঁচা। ঘুম পাড়ানি বন্দুক নিয়ে তৈরিও হন বন কর্মীরা।
আরও পড়ুন: Jalpaiguri News: পাখির চোখ পুরভোট, জলপাইগুড়িতে সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক বিজেপির