রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: নিরাপত্তা নিয়ে এখন রীতিমত আতঙ্কে দিন কাটাচ্ছেন জলপাইগুড়ি (Jalpaiguri) শহরবাসী। কিন্তু কেন? কী এমন ঘটল সেখানে?
জলপাইগুড়ি শহরে দিনের আলোয় চলছে দেদার ছিনতাই (theft)। শুধু কি তাই? ছিনতাইবাজরা রীতিমত পুলিশের পরিচয়পত্র (identity card) দেখিয়ে ঠকিয়ে মহিলার গয়না (Jewellery) ছিনতাই করছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।
জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ত উকিল পাড়া মোড়। সেখানেই এক মহিলাকে কিছু দুষ্কৃতী নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে রাস্তার পাশে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে মহিলাকে বলা হয় যে সামনে চেকিং হচ্ছে। তাই ওই মহিলার সমস্ত গয়নাগুলো খুলে না হলে দু'হাজার জরিমানা হবে।
যথারীতি ওই মহিলা গয়না খুলে তাদের দিতেই, সব খোলা গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সি সি টিভি-র ফুটেজে (CCTV Footage) বাইকে করে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে। আতঙ্কিত মহিলা এরপর কোতোয়ালি থানার (Police station) দারস্থ হন। জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন যে পুরো বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।
কিছুদিন আগে ভয়াবহ চুরির ঘটনা ঘটে বাঁকুড়ায় (Bankura)। বন্ধ ঘরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। গলির ভিতরে সি সি ক্যামেরায় ধরা পড়ে দুই সন্দেহভাজনের ছবি। বাঁকুড়া শহরে বন্ধ ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের ৭ নং ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়া এলাকায়। পেশায় স্বর্ণ ব্যবসায়ী শম্ভূনাথ দে-র বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ।