রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : গতবছর লকডাউনের (Lockdon) পর ফের। লকডাউনের সময় দূষন কমে যাওয়ায় বহু দূর থেকে এভারেস্ট (Everest) কিংবা কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছিল। এবারও একই ঘটনা ঘটল। এবার সুন্দর কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেল ডুয়ার্সের (Duars) ধূপগুড়ি থেকে।


আরও পড়ুন - World Tourism Day 2021: জলদাপাড়ায় পালিত ‘বিশ্ব পর্যটন দিবস’


স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে, ডুয়ার্সের আকাশ পরিস্কার হতেই ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার সাক্ষী হতে পেরেছেন মানুষেরা। তাঁরা জানাচ্ছেন, এত দিন পর্যন্ত অক্টোবর মাসের শেষের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের দেখা পাওয়া যেতো। তবে এবার শরত পড়তে না পড়তেই সেপ্টেম্বর মাসের শেষ থেকেই ধূপগুড়ি শহরের ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার (Kanchanjangha) অপরূপ দৃশ্য দেখা গিয়েছে।


পর্যটকরা তো বটেই, ধূপগুড়ি এলাকার সাধারণ মানুষও এমন দৃশ্য দেখার পর তা ক্যামেরা বন্দি করে তুলতে ভোলেননি। এলাকার বাসিন্দারা আরও জানাচ্ছেন যে, মাঝে মেঘের কারণে তার আড়ালে চলে ঢাকা পড়ে গিয়েছিল অপরূপ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। কিন্তু আজ ভোরবেলা থেকেই সেখানে মেঘ কেটে গিয়ে আকাশ ঝলমলে রোদে ভরে ওঠে। আর তখনই দেখা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ দৃশ্য। ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘাকে।


আরও পড়ুন - Jalpaiguri: বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে প্রশিক্ষণ শুরু না হলে মউ ছেড়ে বেরিয়ে আসবে রাজ্য, সাই-কে হুঁশিয়ারি ক্রীড়ামন্ত্রীর


এদিন ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের উপরি পাওনা হয় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। সূত্রের খবর, ঘুরতে আসা পর্যটকরা বিভিন্ন নদীর ধারে এবং ফাঁকা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার সেই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখতে ভির জমিয়েছেন বিভিন্ন জায়গায়। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এমনকি লাটাগুড়ি এলাকা থেকেও কাঞ্চজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা পাওয়া যাওয়ায় দারুণ খুশি সাধারণ মানুষ থেকে পর্যটকরা।