রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: চলতি বছরে নিজের ৭৩ তম জন্মদিনে পিএম বিশ্বকর্মা প্রকল্পের (PM Vishwakarma Yojana) সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। আর এবার জলপাইগুড়ির বিজয়া সম্মিলনী থেকে প্রধানমন্ত্রীর প্রকল্প নিয়েই কথা বলতে গিয়ে, 'বিশ্বাসঘাতকদের' নিয়েও মুখ খুললেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী। 


'যারা বাম জামানা ও দিদি ভাইয়ের জামানায় সাহায্যও পায়নি, সেইসব বিজেপি কর্মী পরিবারকে..'


বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে সকলকে মাঠে নামতে হবে। পুরোটাই জেলা নের্তৃত্ব দেখবে। এই যোজনায় বিজেপি কর্মী পরিবার যারা অবহেলিত বঞ্চিত এইসব কার্যকর তাদের আমরা এই সুযোগ করে দিতে পারি। ১০০ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। বিভিন্ন পেশার মানুষ যারা বিভিন্ন শিল্পী থেকে কারিগর তারাই পাবে। আমাদের কর্মী যারা বাম জামানা ও ১৩ বছর দিদি ভাইয়ের জামানায় একটা সাহায্যও পায়নি। সেইসব বিজেপি কর্মী পরিবারকে এই সুযোগ পাইয়ে দিতে হবে।'


'যারা বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে..'


তিনি আরও বলেন,' এই সমস্ত কর্মীদের কাছে আমরা ঋণী। আমরা কিছু দিতে পারিনি। এটা সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগান। বিজেপির করতে করতে যার জীবন শেষ তাকেই সুযোগ দিন। তবে একটা শর্ত আছে যারা বিজেপি করে লড়াই সংগ্রাম করে যারা অবহেলিত, তাকেই দেবেন। কেউ যদি এসে বলে আমি ৮০ বছরের বিজেপি পার্টির কাজ করি। এরা পার্টি করে না বিজেপির ক্ষতি করে। এদের কোথাও দেখা যায় না তার পরিবারের একটা লোককেও দেবেন না। আমি বলে দিলাম জেলা সভাপতি হিসেবে। যারা বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে, তাঁর পরিবারকে কিচ্ছু দেবেন না।'


কী সুবিধা পাওয়া যাবে এই স্কিমে ? 


PM বিশ্বকর্মা যোজনার অধীনে সমস্ত শিল্পী ও কারিগরদের একাধিক সুবিধা দেওয়া হবে।প্রথম পর্যায়ে ১ ,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ - ৫ শতাংশ হারে সুদ।  দ্বিতীয় পর্বে ২,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৫ শতাংশ হারে সুদ দেবে সরকার।স্কিল ট্রেনিংও দেওয়া হবে।বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে।অগ্রিম টুল কিট কেনার জন্য ১৫,০০০ টাকা দেওয়া হবে শিল্পীদের।প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে।১ম ধাপের ঋণের মেয়াদ ১৮ মাস। দ্বিতীয় পর্বের ঋণের মেয়াদ ৩০ মাস।টাকা ফেরতের ক্ষেত্রে প্রতি ডিজিটাল লেনদেনে ১ টাকা করে ইনসেনটিভ দেবে সরকার।


আরও পড়ুন, রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে ও মন্ত্রী-পুত্রকে এবার আয়কর নোটিস


বিশ্বকর্মা যোজনা নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন,'দেশের বিশ্বকর্মাদের সাহায্য করতে এগিয়ে এসেছে সরকার। ১৮টি পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের পিএম বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। পিএম বিশ্বকর্মা প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই প্রকল্পে ট্রেনিং চলাকালীন প্রতি দিন ৫০০ টাকা অনুদান পাবেন শিল্পী -কারিগররা। যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার ভাউচার দেওয়া হবে'।