নয়াদিল্লি :  চলতি বিশ্বকাপ (World Cup 2023) মোটেই ভাল যাচ্ছে না শ্রীলঙ্কার। এখনও পর্যন্ত ৮ ম্যাচের ছ'টিতেই হারতে হয়েছে লঙ্কাবাহিনীকে। সেমিফাইনালে অঙ্ক থেকে কার্যত বিদায় নেওয়ার পর আপাতত তাঁদের লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) স্থান পাকা করার। দল হিসেবে খারাপ সময় গেলেও ক্রিকেটের বিশ্বযুদ্ধে সামনে উঠে এসেছেন তাঁদের এক বোলিং অস্ত্র। বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা ম্যাচ হেরে গেলেও ৩ উইকেট তুলে নেওয়ার সুবাদে যিনি এখন চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন। দিলসান মাদুশঙ্কা (Dilshan Madushanka)।

  


শ্রীলঙ্কার (Sri Lanka) বাঁ হাতি পেসার চলতি বিশ্বকাপে ৮ টি ম্যাচে খেলে এখনও পর্যন্ত পেয়েছেন মোট ২১ টি উইকেট। তাঁর ঠিক পরেই রয়েছেন অ্যাডাম জাম্পা Adam Zampa)। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে তালিকার এক নম্বরে অজি স্পিনারের। তাঁর কাছে অবশ্য সুযোগ রয়েছে দিলসানকে টপকে যাওয়ার। আফগানিস্তান ম্যাচেই যে সুযোগ রয়েছে তাঁর কাছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া-আফগানিস্তান (ম্যাচ নম্বর ৩৯) ম্যাচের আগে পর্যন্ত পরিসংখ্যানের ভিত্তিতে এই প্রতিবেদন। 


চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট সংগ্রহকারী হওয়ার দৌড়ে এই মুহূর্তে তিনে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন (Marco Jansen)। ঝুলিতে রয়েছে ১৭ উইকেট। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে জোড়া উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। যার ফলে চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধে সবমিলিয়ে মোট ১৬ উইকেট হয়ে গিয়েছে ভারতীয় পেসারের। বর্তমানে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় চার নম্বরে তিনি। ভারতীয়দের মধ্যে সবার থেকে এগিয়ে। শামির ঠিক পরেই ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ও তালিকায় ছয় নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বুম বুমের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে মোট ১৫ উইকেট। তালিকায় পাঁচে রয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। তাঁর ঝুলিতেও ১৫ উইকেট।


এদিকে, জাদেজার মতোই মতোই ১৪ টি উইকেট মিচেল স্যান্টনার ও গেরাল্ড কোয়েৎজের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুই বোলার যথাক্রমে সাত ও আট নম্বরে রয়েছেন। তালিকায় দশে পাকিস্তানের হ্যারিস রউফ। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে জোড়া উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদবও (Kuldeep Yadav)। ঝুলিতে মোট ১২ উইকেট নিয়ে তালিকায় বর্তমানে ১৩ নম্বরে ভারতীয় স্পিনার। আর এখনও পর্যন্ত বিশ্বকাপে ১০ জন ব্যাটারকে প্যাভিলিয়ানে পাঠিয়ে তালিকার ২০ নম্বরে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।


আরও পড়ুন- শীর্ষে পৌঁছনোর হাতছানি বিরাটের, বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় কে কোথায় ?