রাজা চট্টোপাধ্যায় ও সনৎ ঝা, জলপাইগুড়ি : গ্রামের নাম, সবদল্লা। হাতিঘিষা পঞ্চায়েত। শিলিগুড়ি (Siliguri) শহর থেকে নকশালবাড়ি ব্লকের এই গ্রামের দূরত্ব বড়জোর ৪০ কিলোমিটার। অভিযোগ স্বাধীনতার ৭৫ বছর পরেও এইটুকু দূরত্ব অতিক্রম করে গ্রামে আসেনি পানীয় জল (Drinking Water)। অথচ রাজনীতির জল গড়িয়েছে অনেক। 


বাধ্য হয়ে তাই ৬৫ কিমি পথ পেরিয়ে গ্রামের বাসিন্দারা হাজির হয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আবেদন, পানীয় জল চাই। সবদল্লা গ্রামে প্রায় ২০০০ পরিবারের বাস। বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর থেকে আজও পানীয় জল ঢোকেনি গ্রামে। প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও ফল হয়নি। বাধ্য হয়ে মামলা করেছেন সিপিআইএমএল কানু সান্যাল সংগঠনের রাজ্য সম্পাদিকা দীপু হালদার।

এই পরিস্থিতিতে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন গ্রামবাসীরা। সবদল্লার বাসিন্দা লালমোহন মুণ্ডা, রাতে কিছু লোক হুমকি দেন। হাইকোর্টে গিয়ে মামলা তুলে নিতে হবে,কিন্তু গ্রামবাসীরা মামলা তুলতে নারাজ। সোমবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে। এদিন গ্রামবসীদের সঙ্গে কথা বলবেন বলে ডেকে পাঠান বিচারপতি। দুপুরে আদালতে আসেন গ্রামবাসীরা।


এজলাস থেকে নেমে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কথা বলেন, মামলাকারীর সঙ্গেও। বুধবার মহকুমা পরিষদ, পিএইচই সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের আদালতে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনেতিক তরজা। নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ জানিয়েছেন, তিনি সদ্য দায়িত্বে এসেছেন। বিষয়টি জানেন না। পিএইচই-র সঙ্গে এবিষয়ে কথা বলবেন।                                                                                                                                     


আরও পড়ুন- চেন, আংটি, পৈতে আটকে রেখেছে ইডি ! ফেরৎ চেয়ে আবেদন জেলবন্দি মানিক ভট্টাচার্য-র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।