নয়াদিল্লি: ৩ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পরে 'ইন্ডিয়া' (I.N.D.I.A) জোটের বৈঠকও বাতিল। মমতার পরে বৈঠকে যাচ্ছেন না নীতীশ, অখিলেশ থেকে স্টালিন। একের পর এক নেতা গরহাজির, শেষমুহূর্তে খাড়গের ডাকা বৈঠক স্থগিত। কালকের বদলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জোটের বৈঠকের সম্ভাবনা।


'দিন ঠিক করার আগে, মমতার সঙ্গে আগে কথা বলে নেওয়া উচিত ছিল'


বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee) আগেই জানিয়েছেন, তিনি কোনও আমন্ত্রণ পাননি। আগামীকাল থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন তিনি। মূলত ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের যাওয়া নিয়ে আগেই ধোঁয়াশা দেখা গিয়েছিল। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, তাকে এই বিষয়ে কেউ ফোন করেনি এবং এই বিষয়ে কেউ কিছু জানায়নি। এবং তিনি আরও জানান তাঁর উত্তরবঙ্গ সফরের কর্মসূচি রয়েছে। আগে জানলে সেই ভাবেই ভাবা হত। 'দিন ঠিক করার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে কথা বলে নেওয়া উচিত ছিল', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।


রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়ে কংগ্রেসের ভরাডুবি


মূলত রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়ে কংগ্রেসের ভরাডুবি।  আর এই ফলপ্রকাশের পরেই লোকসভা ভোটের আগে কি ধোঁয়াশা তৈরি হয়েছে ?  কোথায় গিয়ে দাঁড়াবে বিরোধীদের 'INDIA' জোটের গ্রাফ? উঠেছে প্রশ্ন।  ৩ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই তৃণমূল-নীতিশ কুমারের মতো 'INDIA' জোটের শরিকরা কংগ্রেসকে নিশানা করতে শুরু করে। এই আবহে বুধবার দিল্লিতে বৈঠক ডাকে কংগ্রেস।  এবার তো সেই জোট বৈঠকেই একের পর এক নেতারা হাজির থাকছেন না বলে জানাচ্ছেন। 


গরহাজির মমতা-নীতীশ-অখিলেশ-স্টালিন,শেষমুহূর্তে কালকের বৈঠকে বাতিল


 অসুস্থতার কারণ দেখিয়ে কাল জোটের বৈঠকে যাচ্ছেন না নীতীশ কুমার ( Nitish Kumar ) । ঘূর্ণিঝড়ের তাণ্ডব, দুর্যোগের জন্য যেতে পারছেন না বলে জানিয়েছেন স্টালিন। অখিলেশ যাদবও ( Akhilesh Yadav )যাচ্ছেন না বৈঠকে। এরপর এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছেন তিনিও থাকছেন না এই বৈঠকে। থাকবেন না সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। জোটের বৈঠকে না হলেও, কাল লোকসভায় বিরোধীদের নিয়ে খাড়গের বৈঠক। কাল সন্ধে ৬: লোকসভায় বিরোধী নেতাদের নিয়ে মল্লিকার্জুন খাড়গের বৈঠক। 


আরও পড়ুন, শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতির অভিযোগ জানিয়ে শাহকে চিঠি কুণালের


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)