প্রকাশ সিনহা, কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আংটিকাণ্ডে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় প্রেসিডেন্সি জেলের সুপারকে। তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হয় অভিযোগ। এবার আংটি নিয়ে আদালতে আবেদন করলেন নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জেলবন্দি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। খোদ ইডির (ED) বিরুদ্ধে গলার চেন, আংটি, মাদুলি, পৈতে সহ ৬ টি জিনিস ফেরৎ না দেওয়ার অভিযোগ আনলেন তিনি।


'ব্যক্তিগত' জিনিসগুলি নেওয়া হলেও ইডির বিরুদ্ধে সিজার লিস্টে না দেখানো এবং নথি না দেওয়ার অভিযোগ আনলেন মানিক ভট্টাচার্য। মঙ্গলবার এনিয়ে ইডির বিশেষ আদালতের বিচারকের দৃষ্টি আকর্ষণ করে জিনিসগুলো ফেরত পাওয়ার আবেদন জানান মানিক ভট্টাচার্য। আদালতে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, গত বছর ১০ অক্টোবর গ্রেফতারির সময় তাঁর সোনার চেন, আংটি, মাদুলি, পৈতে সহ ৬ টি জিনিস নিয়ে নেন ইডি অফিসাররা। ১০ বার চাওয়ার পরেও জিনিসগুলো ফেরৎ পাননি তিনি। 


মঙ্গলবার শুনানি চলাকালীন ইডির বিশেষ আদালতের বিচারককে মানিক ভট্টাচার্য জানান তাঁর কিছু বলার আছে। তিনি বিচারককে বলেন, ১০ অক্টোবর গভীর রাতে তাঁর কিছু ব্য়ক্তিগত জিনিস ইডি অফিসাররা নিয়ে নেন। বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন কোথা থেকে ? জবাবে মানিক ভট্টাচার্য জানান, ইডি অফিসে। বিচারক জানতে চান, আপনি ওখানে ছিলেন ? জেলবন্দি মানিক জানান, সেদিন তিনি গ্রেফতার হয়েছিলেন। ইডি অফিসার মিথিলেশ মিশ্র, বিজয় কুমার ও সুরিন্দর কুমার ছিলেন। রাত ১২ টায় কিছু জিনিস নিয়ে নেন। একাধিক বার বলেছেন। দিয়ে দেওয়া হবে বলা হয়েছে।


বিচারক মানিক ভট্টাচার্যকে বলেন, আপনি আবেদন করুন। আমি নির্দিষ্ট নির্দেশ দেব। মানিক জানান, তিনি পিপিকে বলেছেন। তখন বিচারক বলেন, তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে লিখিত আবেদন করার নির্দেশ দেন বিচারক। 


রাজ্য়ে শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরু পাচার, রেশন বণ্টন দুর্নীতির তদন্ত করা কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্য়বহার করার অভিযোগ নতুন নয়। এবার খোদ কেন্দ্রীয় এজেন্সি ইডির বিরুদ্ধেই তাঁর জিনিস নিয়ে ফেরৎ না দেওয়া এবং সিজার লিস্টে সেগুলো না দেখানোর অভিযোগ আনলেন মানিক ভট্টাচার্য।


আরও পড়ুন- 'বান্ধবীর বাড়ির কাছে পোস্টিংও চাইতে পারেন কেউ' জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে তুলোধনা বিচারপতির


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।