রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি: জঙ্গলের রাস্তায় গাড়িতে তৃণমূল নেতার সাথে মদের আসর বসানোর অভিযোগে দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিজেপির জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিককে। পাশাপাশি 'ক্রান্তির তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি তথা সিদাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কাঠামবাড়ি স্কুলের শিক্ষক পঞ্চানন রায়কে অবিলম্বে দল থেকে বের করে দেওয়া উচিত' বলে মন্তব্য করেছেন তৃণমূলের এসসি এসটি সেলের জেলা সম্পাদক কৃষ্ণ দাস। বলেন,' দল যদি পঞ্চানন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, রাস্তায় নেমে প্রতিবাদ হবে।' 

আরও পড়ুন, SSC মামলায় এবার রাজ্য ও কমিশনের কাছে কী কী নথি তলব কলকাতা হাইকোর্টের ?