রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: অর্জুন সিংহকে (Arjun Singh) নিয়ে অস্বস্তির মাঝেই, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে (Maynaguri) ২০ জন বিজেপি নেতার পদত্যাগ।
জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন: এদের মধ্যে রয়েছেন ময়নাগুড়ি বিধানসভার দক্ষিণ মণ্ডলের জেলা সম্পাদক, মণ্ডল সম্পাদক, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডল যুব সভাপতি, মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ পদাধিকারীরা। বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করেই জেলা নেতৃত্ব নতুন কমিটি তৈরি করেছে। বাদ পড়েছেন পুরনো কর্মীরা। এর প্রতিবাদেই পদত্যাগ, দাবি বিক্ষুব্ধ বিজেপি নেতাদের। পদত্যাগপত্র না পেয়ে মন্তব্য করব না, প্রতিক্রিয়া বিজেপি জেলা সভাপতির। আগামীদিনে বিজেপি বলেই কিছু থাকবে না, কটাক্ষ তৃণমূলের।
কী অভিযোগ বিজেপির? বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, নতুন যে কমিটি তৈরি হয়েছে, তাতে অর্থের বিনিময়ে পদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে নতুনদের। সংশ্লিষ্টদের দাবি, বিগতদিনে যে প্রতিকূলতা তৈরি হয়েছিল তার সঙ্গে লড়াই করেছেন তাঁরা। কিন্তু সংশ্লিষ্টদের সরিয়ে দিয়ে কাউকে কিছু না জানিয়েই নতুন কমিটি তৈরি হয়েছে বলে অভিযোগ। গতকাল রাতে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়, কোনও পদে থাকবেন না। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ বিজেপি জেলা সভাপতি।
অর্জুনের ফুল বদল: তিন বছর আগে, লোকসভা ভোটের মুখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে গেছিলেন অর্জুন সিংহ। রবিবার আবার বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলে। দল বদলের পর তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে দল গঠন করেছিলেন, তার আগে থেকে আমি ওনার সঙ্গে আমি কাজ করেছি। এটা আমার জন্য কোনও নতুন ব্যাপার নয়। ৪২টি আসনে যদি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান তাহলে, তিনি প্রধানমন্ত্রী হবেন।’’