Pension Rules Update: ফ্যামিলি পেনশনের সুবিধা দিতে এবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।নতুন নিয়ম অনুসারে, দেশের হিংসাকবলিত এলাকায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরিবারের জন্যই নেওয়া হচ্ছে এই বিশেষ উদ্যোগ।
Pension Rules: নতুন নীতি নিয়ে কী বলছেন মন্ত্রী ?
সরকারের নতুন পেনশন নীতি অনুসারে, জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বের রাজ্য ও নকশাল প্রভাবিত রাজ্যগুলিতে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এই রাজ্যগুলিতে নিখোঁজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পারিবারিক পেনশনের নিয়মে বড় স্বস্তি দেওয়া হয়েছে। নতুন এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) কর্মী ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
Pension Rules Update: পারিবারিক পেনশনের নিয়মে কী পরিবর্তন ?
আগের নিয়ম অনুসারে, দেশের হিংসা কবলিত রাজ্যগুলিতে কর্মরত কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী নিখোঁজ হলেই পারিবারিক পেনশন দেওয়া হত না পরিবারকে। আইন মেনে সরকরি কর্মী মৃত ঘোষণা না করা পর্যন্ত তাঁর ওপর নির্ভরশীলরা পারিবারিক বা ফ্যামিলি পেনশন পেতেন না। যদিও নতুন নিয়ম অনুসারে, জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বের রাজ্য ও নকশাল কবলিত রাজ্যগুলিতে নিযুক্ত কোনও সরকারি কর্মী নিখোঁজ হলে তাঁর পেনশন সঙ্গে সঙ্গে তার পরিবারকে দেওয়া শুরু হবে। তবে সেই কর্মী ফিরে এলে পেনশনের টাকা বেতন থেকে কেটে নেবে সরকার।
Pension Rules: নতুন নিয়ম নিয়ে কী বললেন মন্ত্রী ?
পেনশন বিভাগের নতুন নিয়ম নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ''যেসব অঞ্চলে সরকারি কর্মচারীদের নিখোঁজ হওয়ার ঘটনা বেশি ঘটে , এই নতুন নিয়ম তাদের পরিবারকে বড় স্বস্তি দেবে। বিশেষ করে হিংসা-প্রবণ এলাকায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অপহরণের ঘটনা প্রায়শই সামনে আসছে। এইসব পরিবারের পাশে দাঁড়াতে পেনশনের নিয়মে পরিবর্তন করা হয়েছে।
Pension Rules Update: পারিবারিক পেনশনের জন্য নতুন নিয়ম
এই বিশেষ ক্ষেত্রে একজন সরকারি কর্মচারী চাকরিতে নিখোঁজ হওয়ার পরে পারিবারিক পেনশনের ক্ষেত্রে NPS-এর স্থায়ী অবসর অ্যাকাউন্টটি 'সাসপেন্ডেড' থাকবে। যতক্ষণ না সরকারি কর্মচারী ফিরে আসেন বা আইন অনুযায়ী তাঁকে মৃত ঘোষণা করা হয়, ততক্ষণ জারি থাকবে এই নিয়ম। সরকারি কর্মচারী পরবর্তীকালে সরকারি কর্মী ফিরে এলে NPS অ্যাকাউন্ট ফের সক্রিয় করা হবে। সেই ক্ষেত্রে NPS-এর একই অ্যাকাউন্ট থাকবে কর্মীর।
আরও পড়ুন : EPFO Nominee Change: ইপিএফও-তে নমিনি পরিবর্তন করতে চান ? এই সহজ উপায়ে পাবেন সমাধান