রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বালিশ চেপে খুন, তার দিয়ে দেহ বেঁধে সেপটিক ট্যাঙ্কে ফেলে লোপাটের চেষ্টা। জলপাইগুড়িতে স্ত্রীকে খুনে স্বামীর মৃত্যুদণ্ড দিল আদালত। সাক্ষ্য দিলেন ১৮জন।


অভিযোগ, পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল অভিযুক্ত। সেই ঘটনায় স্বামীকে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারপতি এই রায় ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে মৃতার পরিবারের আইনজীবি বরেন্দ্র নাথ রায় বলেন, 'এটি ২০১৯ সালে ভক্তি নগর থানার একটি মামলা। সদ্য ফাঁসির সাজা প্রাপ্ত গোপাল দাস তার স্ত্রী লতা দাসকে বালিশ চাপা দিয়ে খুন করে। এখানেই শেষ নয়, বৈদ্যুতিক তার দিয়ে হাত পা বেঁধে রাখে। পরনের শাড়ি খুলে রেখে মৃতদেহটি বাড়ির সেপটি ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছিল।  


পরবর্তীতে পুলিশের তদন্তে সেই মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরেই গোপাল দাসের বিরূদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ৪৯৮(এ), ২০১,এবং ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে ভক্তিনগর থানার পুলিশ। সেই থেকে এই মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গতকাল বিচারপতি অভিযুক্তকে গোপাল দাসকে ফাঁসির সাজা ঘোষণা করেন।


দিনকয়েক আগে নিজের স্কুলে মানসিক নির্যাতন, হেনস্থার শিকার বলে অভিযোগ তোলেন শিক্ষিকা। দুপুরে ফেসবুক লাইভে অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ার পর সন্ধেয় বাড়ি থেকে উদ্ধার হয় ডানলপের খালসা মডেল স্কুলের কিন্ডারগার্টেন বিভাগের সহকারী শিক্ষিকা জশবীর কৌরের ঝুলন্ত দেহ। এই ঘটনায় স্কুলের প্রিন্সিপাল ও স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন মৃত শিক্ষিকার ভাই। জশবীরের স্বামী মারা গেছেন, দুই ছেলে বিদেশে থাকেন। গত ৫ ডিসেম্বর ফেসবুক লাইভে শিক্ষিকা দাবি করেন, গত ২২ বছর ধরে তিনি খালসা মডেল স্কুলে চাকরি করেন। অভিযোগ, তাঁর প্রাপ্য টাকা আটকে রেখে তাঁকে হেনস্থা করছে স্কুল কর্তৃপক্ষ। চাওয়া হচ্ছে ২৫ বছরের পুরনো নথি। ফেসবুক লাইভে শিক্ষিকা দাবি করেন, ‘মুঝে ইনসাফ চাহিয়ে’। এরপরই বাড়ি থেকে উদ্ধার হয় শিক্ষিকার দেহ। স্কুলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Metro Rail Price: ভাড়া বাড়ছে না মেট্রোর! সুখবর শোনাল কর্তৃপক্ষ, কোন লাইনে?