রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কোভিডের (Covid19) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-সংক্রমণ (Omicron) ঠেকাতে তৎপর প্রশাসন (Administration)। বাংলাদেশ (Bangladesh) সীমান্তে জলপাইগুড়ির (Jalpaiguri) ফুলবাড়ি চেকপোস্টে শুরু হল কোভিড পরীক্ষা। সংক্রমণ রুখতে জলপাইগুড়ির ২টি ওয়ার্ডে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) করেছে প্রশাসন।


ডেল্টা প্লাসের (Delta Plus) পর এবার নতুন আতঙ্কের নাম ওমিক্রন (Omicron)। আবার চরিত্র বদলে ফেলেছে মারণ-ভাইরাস। আগের বারের থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্কতা নিয়েছে প্রশাসন। ওমিক্রন-সংক্রমণের ঝুঁকি বিচার করে বাংলাদেশকে (Bangladesh) হাই রিস্ক তালিকায় রেখেছে কেন্দ্র। এর পরই বাংলাদেশ থেকে আসা নাগরিকদের উপর শুরু হয়েছে নজরদারি।


বুধবার থেকে জলপাইগুড়ির ফুলবাড়ি চেকপোস্টে শুরু হয়েছে কোভিড পরীক্ষা। মঙ্গলবার এই নিয়ে স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) সঙ্গে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক ও ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস বলেন,”বিদেশি নাগরিকদের কোভিড টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশের অনুমতি মিলবে।’’ এর পাশাপাশি জলপাইগুড়ি শহরে সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে জলপাইগুড়ির ১১ ও ২৫ নং ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।


মৃতদের বাড়ি জীবাণুমুক্ত করার পাশাপাশি ওই এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে।  ওয়ার্ডে ওয়ার্ডে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। জলপাইগুড়ি পুরসভা সৈকত চট্টোপাধ্যায় পুর প্রশাসক বলেন, পুজোর পর থেকে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। তবে সংক্রমণ যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কাঁপুনি ধরিয়েছিল প্রশাসনের। এবার উদ্বেগের নাম ওমিক্রন।


এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কিছুটা কমল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭০৫ জন। কিন্তু বুধবারের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন, ৬৬৮ জন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিত ১৬, ১৬, ৭৫১ । অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের । গতকাল এই সংখ্যাটা ছিল ১৩। এনিয়ে রাজ্যে করোনায় রাজ্যে মোট মৃত ১৯,৪৯৮।


আরও পড়ুন: WB Corona Update : গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা সংক্রমণ