রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ভোটপর্ব (Panchayat Election 2023) মিটলেও জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে এখনও ঘরছাড়া সিপিএমের শতাধিক কর্মী, সমর্থক। বাড়ি-ঘর ভাঙচুর, জিনিসপত্র তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুকুর থেকে এখনও চলছে ভাঙাচোরা বাইক উদ্ধার। সিপিএমকে সমর্থন করায় তৃণমূলের এই আক্রমণ বলে অভিযোগ। অস্বীকার শাসকদলের। ক্ষতিগ্রস্ত কর্মী, সমর্থকদের পাশে থাকার বার্তা দিতে জুম্মাগছ গ্রামে যায় সিপিএমের জেলা নেতৃত্ব। 

গ্রামের এখানে-ওখানে এখনও উড়ছে লাল পতাকা। শুধু পতাকা বওয়ার লোকগুলো নেই। খাঁ-খাঁ করছে গ্রাম। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে গৃহস্থালির ভাঙাচোরা জিনিস। ঘরদোর লন্ডভন্ড। আলমারি ভাঙা অবস্থায় পড়ে। পাখার ব্লেড বাঁকিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের জুম্মাগছ গ্রামজুড়ে তাণ্ডবের চিহ্ন। অভিযোগ, ভোটের দিন থেকেই শুরু হয়েছে তৃণমূলের অত্যাচার। বেছে বেছে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। মোটরবাইক ভেঙে ফেলে দেওয়া হয়েছে পুকুরে। উপড়ে ফেলা হয়েছে নলকূপ। সিপিএম সমর্থকের অভিযোগ, সিপিএমের পার্টি অফিস করেছিলাম। বলছে এর বাড়ি আগে ভাঙচুর করো। পুলিশকে ফোন করে ডাকল। সবাই মিলে বাড়িতে ঢুকে ভাঙচুর করল। সব টিএমসি-র ছেলে ছিল।

এই তাণ্ডবের মাঝেই পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতে উড়েছে তৃণমূলের বিজয় পতাকা। মোট ১৪টি আসনের মধ্যে তৃণমূল ১২টি দখল করেছে। সিপিএমের ঝুলিতে ২টি মাত্র আসন। অভিযোগ, ভোটে জিতলেও সন্ত্রাস চলছে। তাই এখনও ঘরছাড়া সিপিএমের শতাধিক কর্মী, সমর্থক। এই অবস্থাতেই ক্ষতিগ্রস্ত কর্মী, সমর্থকদের পাশে থাকার বার্তা দিতে রবিবার জুম্মাগছ গ্রামে যায় সিপিএমের জেলা নেতৃত্ব। 

গোটা ঘটনাপ্রবাহ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের জলপাইগুড়ির জেলা সম্পাদক সলিল আচার্যর অভিযোগ, 'রাজগঞ্জ থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বলে কিছু থাকবে না ! প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতদিন হয়ে গেল এখনও ঘরছাড়া অনেকে।' পাল্টা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকার বলেছেন, পঞ্চায়েতে যাতে ওরা নমিনেশন দিতে পারে, প্রচার করতে পারে, ভোট করতে পারে, আমরা সবসময় ওদের সাহায্য করেছি। সবমিলিয়ে উত্তপ্ত পরিবেশ। ভোট শেষ। কিন্তু ভয় এখনও কাটছে না।      

আরও পড়ুন- সর্বোচ্চ কত ওজন নিয়ে উঠতে পারবেন মেট্রোয় ? কী কী নিয়ে ওঠা নিষেধ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন