রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দোরগড়ায়, তৃণমূল বিধায়কের বক্তব্য ঘিরে  সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। 'এজেন্সি ভাই কাজটা ভালো করে করতে হবে, ভালো করে করতে হবে। বিশেষ করে জেলাপরিষদের একটা বদনাম আছে। জেলাপরিষদের রাস্তা দু-তিন বছরে ভেঙে যায়, আমি সামনাসামনি বলছি, এটা জেলাপরিষদের দোষ নয়, ভালো করে কাজটা করতে হবে', প্রকাশ্যে এমনটাই অভিযোগ করলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।


'রাস্তার মান যেনও ভালো হয় রাজগঞ্জে, কারণ সামনে পঞ্চায়েত ভোট', বললেন তৃণমূল বিধায়ক


অন্যদিকে, তৎক্ষনাৎ মঞ্চ থেকেই বিধায়কের সামনেই তৃণমূল (TMC) পরিচালিত জেলাপরিষদের সভাধিপতি উত্তরা বর্মন পরিষ্কার জানিয়ে দেন, 'বিধায়ক যেটা বললেন জেলাপরিষদের রাস্তার মান খারাপ তবে কিছু কিছু জায়গায় মান খারাপ হয়েছে। এটা বলতে পারি, সভাধিপতি হিসেবে বলবো রাস্তার মান যেনও ভালো হয় রাজগঞ্জে। কারণ সামনে পঞ্চায়েত ভোট। লক্ষ  রাখতে হবে কেউ বাধা না দেন। আমরাও তদারকি করবো। যাতে মান খারাপ না হয়।  রাস্তাটা যখন শুরু হবে, আমাদেরই পরিচিত এজেন্সি ঘরের লোক সবাই মিলে সুন্দরভাবে তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। কারণ সামনে পঞ্চায়েত ভোট তার আগে যেনও শেষ হয়।' দুজনের বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে।


আরও পড়ুন, ঝালদা পুরসভায় আস্থাভোটে হাইকোর্টের স্থগিতাদেশ, দিনও জানাল আদালত


জেলা পরিষদের অর্থ তহবিল থেকে প্রায় ৬৬ লক্ষ টাকা বরাদ্দ


রাজগঞ্জ বিধানসভার অধীন বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়া গ্রামে জেলা পরিষদের অর্থ তহবিল থেকে প্রায় ৬৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তার কাজে। বেলাকোবা ঘোষপাড়া থেকে বেলাকোবা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার জন্য, সেই রাস্তার কাজের শুভ সূচনা হল রবিবার বিকেলে, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়৷ সেই অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ভাষণ দিতে গিয়ে বললেন, জেলাপরিষদের রাস্তার কাজ নিম্ন মানের হয় অনেক জায়গায়, এখানে তা করলে হবে না। ঠিকাদার দের সতর্ক করে দিন, অন্য দিকে সভাধিপতি উত্তরা বর্মন ভাষণ দিতে গিয়ে পরিষ্কার জানিয়ে দেন, বিধায়ক যে কথা বললেন কাজের মান নিম্নমানের হয় তা ঠিক নয়, কিছু কাজ খারাপ হলেও বেশীর ভাগ কাজ ভালো হয়।