কলকাতা: নিজের নামের সঙ্গে মিল রয়েছে চরিত্রের নামেই, এটাই যেন প্রথম মনে ধরেছিল তাঁর। এরপরে পছন্দ হয়েছিল, কার্টুনিস্টের চরিত্র বলে। এপ্রিল মাসের ১২ তারিখ থেকে শুরু হচ্ছে নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত' (Madam Sengupta)-র। সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal)-এর পরিচালনায় শুরু হচ্ছে নতুন ছবির শ্যুটিং। মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। 


নতুন প্রযোজনা সংস্থা 'নন্দী মুভিজ' (Nandy Movies)-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবি নিয়ে আসছেন ঋতুপর্ণা। থ্রিলার এই ছবির গল্প তাঁকে ঘিরেই। সদ্য হয়ে গেল এই ছবির মহরত। প্রযোজকদের সঙ্গে সেখানে হাজির ছিলেন পরিচালক ও ছবির নায়িকাও। সায়ন্তনের থেকে জানা গেল, এই একটি ছবিই নয়, 'ম্যাডাম সেনগুপ্ত' -কে নিয়ে ফ্যাঞ্চাইজ়ি করার ইচ্ছা রয়েছে তাঁর। 


এই ছবি সম্পর্কে ঋতুপর্ণা বলছেন, 'এই প্রযোজনা সংস্থার সঙ্গে এবং সায়ন্তনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি একটা দুর্দান্ত প্রোজেক্ট হতে চলেছে। প্রথম যখন আমি এই ছবির নামটা শুনি, বেশ আকর্ষিত হয়েছিলাম। মনে হয়েছিল আমার পদবির সঙ্গে বেশ মিল রয়েছে। পরে পরিচালক আর প্রযোজক জানান, এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য সেনগুপ্ত পদবিটাই সেরা বলে মনে হয়েছিল তাঁদের। সায়ন্তনের সঙ্গে এর আগে একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম আমি। তখনই কথা হয়েছিল ওর সঙ্গে একটা ছবিতে কাজ করার। অবশেষে সেটা হচ্ছে। শুধু থ্রিলার বলে নয়, এই ছবিতে আমার চরিত্রটা একজন কার্টুনিস্টের। সেটা আমায় ভীষণভাবে আকৃষ্ট করেছিল। আমি সবসময় আমার দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই। এমন চরিত্রে দর্শকেরা আমায় কখনও দেখেননি। আর সেই কারণেই এই ছবিটা করার সিদ্ধান্ত নিই।'


এই ছবির নামভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও আছেন, রাহুল বসু (Rahul Bose), কৌশিক সেন (Kaushik Sen), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), দেবপ্রিয় মুখোপাধ্যায় (Debapriyo Mukherjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), শান্তিলাল মুখোপাধ্যায় (Santilal Mukherjee) ও অন্যান্যরা। 


 






আরও পড়ুন: Bengali New Year 2024: উত্তমকুমারকে দেখে বন্ধ গান! নববর্ষের অনুষ্ঠানে হৈমন্তী শুক্লার প্রথম উপার্জন ১২৫ টাকা!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।