রাজা চট্টোপাধ্যায় ও মুন্না আগরওয়াল, জলপাইগুড়ি ও বালুরঘাট: করোনা বিধি নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের। জেলায় জেলায় পুলিশের অভিযান। মাস্ক না পরে বেরনোয় জলপাইগুড়িতে গত দু’দিনে গ্রেফতার প্রায় ৫০০ জন।  দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ৯টি ওয়ার্ডের কনটেনমেন্ট জোনেও চলে পুলিশের টহলদারি।


করোনা সতর্কতা নিয়ে লাগাতার প্রচারেও অনেকের হুঁশ ফেরেনি।  মাস্ক না পরে দূরত্ববিধি শিকেয় তুলে রাস্তায় বের হওয়া, বাজারহাট করা চলছেই। পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণও।   


এই অবস্থায় জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে কড়া পদক্ষেপ পুলিশের।  করোনা বিধি না মানায় গত ২ দিনে জলপাইগুড়িতে গ্রেফতার করা হয়েছে প্রায় ৫০০ জনকে।  দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ৯টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 


মাস্ক পরে বাইরে বেরনো সহ করোনা সংক্রান্ত বিধিনিষেধ যাতে বাসিন্দারা মেনে চলেন তার জন্য তত্‍পর পুলিশ প্রশাসন।  জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় শুক্রবার অভিযান চালায় পুলিশ।  যাঁরা মাস্ক পরে ছিলেন না, এমন অনেককে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। 


আরও পড়ুন: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৯৮২, মৃত্যু ৮ জনের


তবে এত প্রচার সত্ত্বেও দেখা যায় অনেকেরই মুখে মাস্ক নেই। জলপাইগুড়ি স্টেশন রোড, কদমতলা মোড়, থানা মোড়, ৩ নম্বর গুমটি এলাকায় অভিযান চালায় পুলিশ।  জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এই অভিযান এখন প্রতিদিন চলবে। 


দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভায় ২৫টি ওয়ার্ডের মধ্যে যে ৯টি ওয়ার্ড কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেখানে করোনাবিধি মানা হচ্ছে কি না, তা দেখতে রাস্তায় নামে পুলিশ। বালুরঘাট বেসরকারি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চলে।  


যাঁদের মুখে মাস্ক ছিল না, তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।  তবে সেইসঙ্গেই পথচারীদের সতর্ক করে দেওয়া হয়, এরপর বিধি অমান্যের ঘটনা ঘটলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।