রাজা চট্টোপাধ্যায়, রাজগঞ্জ (জলপাইগুড়ি) : মর্মান্তিক। বিদ্যুতের তার জড়িয়ে শিশু-সহ একই পরিবারের চারজনের মৃত্যু হল। শুক্রবার সন্ধেয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারির মন্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। মতৃদের নাম-  পরেশ দাস (৬২), স্ত্রী দীপালী দাস(৬০), ছেলে মিঠুন দাস (৩৩) এবং আড়াই বছরের নাতি সুমন দাস।


মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়িতে ঢোকার মুখে অন্ধকারে বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে পুরো রাস্তাই  শর্ট সার্কিট হয়েছিল। প্রথমে ছেলে ও নাতি বিদ্যুতের শকে মারা যান। তাঁদের বাঁচাতে গিয়ে মারা যান পরেশ দাস ও তাঁর স্ত্রী। গজলডোবার ভোরের আলো থানার অধীন টাকিমারি বাজার এলাকায় মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতদেহগুলি শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


গত অগাস্টেই একই রকম মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যায় বারাসতের (Barasat) ডাকবাংলা মোড়ের কাছে অবস্থিত কোকো বাগান এলাকায়। জমা জলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একজন মহিলাকে। সন্ধে নাগাদ প্রতিদিনের মতো ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। জমা জলের ওপর দিয়ে যেতে গিয়ে একটি লাইট পোস্টে হাত দেওয়ায় ওই মারাত্মক ঘটনা ঘটে যায়।


ওই মাসেই অপর একটি ঘটনা ঘটে হাওড়ার সালকিয়ায়। বাঁধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক তরুণীর। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে জীবনপথেই দাঁড়ি পড়ে যায় তাঁর। বাবার চোখের সামনেই মৃত্যু হয় মেয়ের। 


পরিবার সূত্রে জানা যায়, রাত ৯টা নাগাদ বোনকে সঙ্গে নিয়ে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন বাইশ বছরের পূরবী দাস। তাঁতিপাড়ায় তাঁদের বাড়ি। তরুণী যেখানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হন, তার উল্টোদিকেই বাবার বৈদ্যুতিন সরঞ্জামের দোকান। মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে গেলে, তিনি ছিটকে পড়েন। পরিবার সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তরুণীর মৃত্যু হয়।


গত বছরও একাধিক মৃত্যু হয়েছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। গত বছর পুজোর আগে ২৪ সেপ্টেম্বর, বিদ্যুৎ দফতরের কর্মীরা বাড়িতে গিয়ে লাইন মেরামত করে দেওয়ার পরও জলপাইগুড়িতে বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল মৃত্যু হয়েছিল মা ও ছেলের। গত বছর ১৪ মে ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময়েই  বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তরপ্রদেশের ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।