কলকাতা: এক বা দু গোল নয়, একেবারে হ্যাটট্রিক।


নিজের পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন বোরহা এরেরা (Borja Herrera)। হ্যাটট্রিক করলেন। তাঁর দাপটে সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে নিভল মশাল। আইএসএলে ফের আঁধারে ডুবল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।


এক সময় বোরহা খেলেছেন ইস্টবেঙ্গলে। তবে তাঁকে ছেড়ে দিয়েছে লাল হলুদ শিবির। বোরহা এখন খেলছেন এফসি গোয়া দলে। সেই দলের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলের হ্যাটট্রিক করলেন। তাঁর দাপটে যুবভারতীয় স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে ৩-২ গোলে হারাল এফসি গোয়া।


আইএসএলে নিজেদের ব্যর্থতার ছবি বদলাতে এবার ঢেলে দল সাজিয়েছে লাল হলুদ শিবির। বদলে ফেলা হয়েছে দলের খোলনলচে। কিন্তু তাও হারের হ্যাটট্রিক। পর পর তিন ম্যাচে হারল ইস্টবেঙ্গল। আর সেই তিন ম্যাচে লাল-হলুদ রক্ষণ যা খেলল, তা চিন্তা বাড়াবে কোচ কার্লেস কুয়াদ্রাতের। শুক্রবারের ম্যাচের পর 'গো ব্যাক' স্লোগানও শুনতে হল ইস্টবেঙ্গলের স্পেনীয় কোচকে। 


আরও পড়ুন: অসুস্থ, নাকি মারধর করা হয়েছে? বাংলাদেশের ক্রিকেট ভক্তকে নিয়ে ধুন্ধুমার কানপুরে


ম্যাচের প্রথম ২১ মিনিটেই জোড়া গোল হজম করে বসে ইস্টবেঙ্গল। দু'টি গোলই খায় রক্ষণের ভুলে। দ্বিতীয় গোলটি তো ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের গোয়াকে কার্যত উপহার দিলেন। যত বার ইস্টবেঙ্গল বক্সে বল গেল, তত বার যেন থরহরিকম্প লেগে গেল। ঢাকঢোল পিটিয়ে, বহু আইনি জটিলতা পেরিয়ে ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু হিজাজি, হেক্টর ইয়ুস্তে, আনোয়ারদের ছন্নছাড়া ফুটবলে ডুবল গোটা দল। সারা ম্যাচ জুড়ে প্রচুর সুযোগ পেয়েছিল গোয়া। লাল-হলুদ তিনকাঠির নীচে বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান দেবজিৎ মজুমদার। যাঁকে সমালোচনার মুখে পড়ে দলে ফেরাতে কার্যত বাধ্য হয়েছেন কুয়াদ্রাত।


২৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তালাল। বিরতিতে ইস্টবেঙ্গল ১-২ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বোরহা। ৩-১ গোলে এগিয়ে থাকার সময় ম্যাচের ৮১ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ সহ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোয়ার কার্ল ম্যাকহিউ। ১০ জনে হয়ে যায় এফসি গোয়া। তবু সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। ৮৪ মিনিটের মাথায় আনোয়ারের দূর পাল্লার শট এফসি গোয়ার গোলকিপার বাঁচালে ফিরতি বলে গোল করেন ডেভিড। ম্যাচ শেষ হয় ৩-২ গোলে।


আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভারে বল হাতে নায়ক, কলকাতার পেসারের দাপটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারত



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।