রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বেপরোয়া বাসের ধাক্কায় স্কুটার আরোহীর জখম হওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ। ক্ষিপ্ত জনতা বাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। দমকল এসে আগুন নেভানোর আগেই পুড়ে যায় বাসটি।


দুর্ঘটনার জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় স্কুটার আরোহীকে ধাক্কা মারে শিলিগুড়িগামী বেসরকারি বাসটি (Private Bus)। গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে আমবাড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। 


পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ভুটকি হাট এলাকায় শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস একটি স্কুটিকে ধাক্কা মারে। বাসের নিচে ঢুকে যায় স্কুটিটি। আহত হন স্কুটির ২ আরোহী আমবাড়ির বাসিন্দা হামিদার আলি ও আয়ুব আলি। দুর্ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে বাস।                               


বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ বলেছেন, 'হঠাৎ করে আমরা খবর পাই একটা দুর্ঘটনা ঘটেছে। এসে দেখি একটা বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন আছে দেখছে। এটা দুর্ভাগ্য়জনক ঘটনা। যে বা যারা আগুন লাগাক না কেন খুব খারাপ করেছে। রাস্তাঘাটে দুর্ঘটনা হতেই পারে।'


রাজগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে আমবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসাপাতালে (North Bengal Medical College) স্থানান্তরিত করা হয়।                                                                                                                                       


 


আরও পড়ুন- ডেঙ্গি-উদ্বেগের মধ্যেই ফের ম্যালেরিয়ায় প্রাণ হারালেন দক্ষিণ কলকাতার প্রৌঢ়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন