জলপাইগুড়ি: ষষ্ঠীর দিন 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ায় ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে থেকে ৯ জনকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও গ্রেফতার হওয়া ন'জনকেই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার বলেন, রাজ্য সরকার যথেচ্ছভাবে ক্ষমতা ব্য়বহার করতে পারে না। ক্ষমতা আছে বলেই যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না। ক্ষমতার অপব্যবহার থেকে মানুষকে রক্ষার ক্ষমতা রয়েছে আদালতের। 


এদিকে এরপরও আর জি কর-কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদেও 'বাধা', 'আপত্তি' পুলিশের। যা নিয়ে জলপাইগুড়িতে দিশারী ক্লাব চত্বরে উত্তেজনা ছড়ায়। তিলোত্তমার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মহিলাদের প্রতিবাদে 'বাধা' পুলিশের। মহিলাদের হাত থেকে পুলিশ প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিক্ষোভ, হাজির নাগরিক সংসদের চিকিৎসকরাও। 


এদিকে,  'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান প্রেক্ষিতে গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার জানিয়ে দেন, প্রত্যেক মানুষকে তার মত প্রকাশের অধিকার সংবিধান দিয়েছে। প্রাথমিকভাবে আদালত মনে করছে যে, অভিযুক্তদের অন্যায়ভাবে হেফাজতে নেওয়ার জন্য কাজ করেছিল রাজ্য প্রশাসন। অভিযুক্তরা ছাত্র, তাঁদের কোনও অপরাধের রেকর্ড নেই। কোনওভাবে তাঁরা সমাজের পক্ষে বিপজ্জনকও নন। অভিযুক্তদের হেফাজতে রাখার মতো কোনও কারণ নেই।


যদিও রাজ্যের তরফে বলা হয়েছিল,  বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। আমরা সেটা খতিয়ে দেখছি। কেউ যদি এই পুজোর সময় অন্যের অসুবিধা করে, তাহলে সেটাই তাকে গ্রেফতার করবার জন্য যথেষ্ট। তবে পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে বিচারপতি শম্পা সরকার মন্তব্য করেন, কয়েকটি ধারার সপক্ষে উপযুক্ত প্রমাণ নেই। রাজ্য সরকার তার ক্ষমতা যথেচ্ছভাবে প্রয়োগ করতে পারে না। ক্ষমতা আছে বলেই পুলিশ যে কাউকে গ্রেফতার করতে পারে না। গ্রেফতারের সপক্ষে উপযুক্ত প্রমাণ থাকা প্রয়োজন। 


বিচারপতি এও বলেন, হিংসাত্মক কিছু পাওয়া যায়নি। নির্দিষ্ট গোষ্ঠী বা দলের সদস্য নন, এমন সাধারণ মানুষও এই ধরনের মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। এটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ। এই ধরনের প্রতিবাদ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যে যে পুজো কমিটি প্রতিবাদে বাধা দেবে বলে আন্দোলনকারীরা মনে করেছেন, সেই মণ্ডপেই তাঁরা প্রতিবাদ করেছেন।এটা রাগ বা বয়সজনিত উচ্ছ্বাসের কারণে হতে পারে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে