রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আবার সুখবর। ফের নেওড়াভ্যালির (neora valley) জঙ্গল থেকে। আবার নেওড়াভ্যালির জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনস্ত কালিম্পং ডিভিশনের নেওড়াভ্যালিতে দেখা মিলেছে রয়্যালবেঙ্গল টাইগারের।


কবে দেখা মিলেছে?
মার্চ থেকে জুনের মধ্যে এই ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বলে বন দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নজরদারি। জঙ্গলের আলো-আঁধারির ফাঁকে ট্যাপ ক্যামেরায় (Trap Camera) ধরা পড়েছে বাঘের ছবি। এর আগেও নেওড়াভ্যালির জঙ্গলে দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। এবার বর্ষার আগে দেখা মেলায় খুশির হাওয়া বন দফতরের তরফে। সূত্রের খবর, ওই ট্র্যাপ ক্যামেরায় বাঘের তিনটি দিক থেকে ছবি ধরা পড়েছে।


এর আগে কবে?
২০১৭ সালে জানুয়ারিতে এই নেওড়াভ্যালির জঙ্গলে প্রথম বাঘের দেখা পেয়েছিলেন এক গাড়ি চালক আনমোল ছেত্রী। তারপর থেকেই নেওড়াভ্যালিতে বাঘের খোঁজে নজরদারি বাড়ানো হয়। তারই সঙ্গে ওই এলাকায় বেশ কিছু ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়। এরপর ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে আরও কয়েকবার বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়। গত বছরেও একবার বাঘের ছবি ধরা পড়েছিল নেওড়াভ্যালির জঙ্গলে।


চলতি বছরেও পর্যবেক্ষণ জারি ছিল বনদফতরের। তাতেই ফের সাফল্য মেলে বলে দাবি বন দফতরের (Forest Department)। তাদের ধারণা মার্চ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাঘের তিনটি ছবি উঠেছে। বন দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে এই রয়্যাল বেঙ্গলের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। ২টি ছবি দিনের ও একটি রাতের। নেওড়া ভ্যালিতে এর আগে ২০২১ সালে রয়্যাল বেঙ্গলের ছবি ধরা পড়ে। দফতর সূত্রে খবর, রয়্যাল বেঙ্গলের দেখা মেলায় ইতিমধ্যেই বাড়ানো হচ্ছে নজরদারি। বাঘ দেখা যাওয়ায় সেখানকার পরিবেশ নিয়েও চিন্তা মিটেছে পরিবেশপ্রেমীদের। পর্যটনেও কি সুখবর আসবে? 


আরও পড়ুন: ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা, বীরভূমের মাড়গ্রামে দুষ্কৃতীদের গুলিতে আহত ব্য়বসায়ী