নান্টু পাল, বীরভূম: বীরভূমের (Birbhum) মাড়গ্রামে ধান ব্যবসায়ীর (Businessman) থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতীদের! ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ! পায়ে গুলি লাগায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আক্রান্ত। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 


সাত সকালে বীরভূমের মাড়গ্রামে শ্যুটআউট! দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন ব্যবসায়ী! সোমবার সকাল ১০টা। প্রতিদিনের মতো এদিনও মোটরবাইকে করে মুনসুবা মোড়ে নিজের আড়তে যাচ্ছিলেন ধান ব্যবসায়ী ঋষি মণ্ডল। তাঁর দাবি, বাইকের টুলবক্সে নগদ আড়াই লক্ষ টাকা ছিল। অভিযোগ, বেনেগ্রাম মোড়ের কাছে তাঁর রাস্তা আটকায় বাইকে আসা দুই দুষ্কৃতী।


ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে দাঁড় করিয়ে বাইকের টুলবক্স খুলতে বলে দুষ্কৃতীরা। তিনি তা খুলতে অস্বীকার করায় দুষ্কৃতীরা তাঁর পায়ে গুলি করে বলে অভিযোগ! এরপরই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দুষ্কৃতীর থেকে আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নেন ব্যবসায়ী। 



আর চিত্‍কার চেচামেচি শুনে বাইক ফেলেই পালিয়ে যায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে পরে তড়িঘড়ি অ্য়াম্বুলেন্সে করে নিয়ে গিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী প্রদীপ মাল বলেন, ''ব্যবসায়ীর সঙ্গে ২ জনের ধস্তাধস্তি হচ্ছিল। সেই সময়ই এক দুষ্কৃতী সেই ব্য়বসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। পায়ে গুলি লাগে। আমরা তখন দৌড়ে আসি। সেই ব্যবসায়ী চিৎকার করছিলেন। সেই চিত্‍কারেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।''


প্রশ্ন উঠছে, ব্যবসায়ীর কাছে এত টাকা নগদ ছিল, তা কী করে জানল দুষ্কৃতীরা। তাহলে কি হামলাকারীরা ব্যবসায়ীর পূর্ব পরিচিত? ব্যবসায়ী বাড়ি থেকে বেরনোর পর থেকেই কি তাঁকে পিছু করছিল তারা?


হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিন যে বেনেগ্রাম মোড়ের কাছে ঘটনাটি ঘটে, সেটি জনবহূল এলাকা। এইরকম একটা জায়গায় শ্যুটআউটের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ! তাঁরাও তাঁদের জীবন নিয়ে সঙ্কিত। এই পরিস্থিতিতে গোটা এলাকায় চলছে পুলিশি টহল। 


আরও পড়ুন: বাড়ল গরমের ছুটি