রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এবার হাজির 'দুয়ারে শিক্ষক' কর্মসূচি। এমন অভিনব কর্মসূচি নিয়ে এগিয়ে এল জলপাইগুড়ির রাজগঞ্জের হরিহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেখানে সম্প্রতি শুরু হয়ে গেল 'নিজদ্বারে বিদ্যালয়' কর্মসূচি। করোনা আবহে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছে একাধিক শিক্ষার্থী। তাদের সাহায্য করতেই 'নিজদ্বারে বিদ্যালয়' কর্মসূচি শুরু করলেন রাজগঞ্জের হরিহর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
সূত্রের খবর, প্রথম পর্যায়ে এই কর্মসূচি চলবে ১ অক্টোবর পর্যন্ত। প্রত্যেকদিন শিক্ষকরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত নানারকমের পরামর্শ দেবেন। এদিন স্কুলের শিক্ষকরা রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করেন।
স্কুলের প্রধান শিক্ষক মনজিৎ পাল জানান, করোনা আবহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা বেজায় সমস্যায় পড়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তাদের কোনওরকমের যোগাযোগ নেই বললেই চলে। আর এই পরিস্থিতিতে প্রচুর পড়ুয়া স্কুলছুটও হয়ে যাচ্ছে। তাই পড়ুয়াদের কথা চিন্তা করেই, তাদের পাশে দাঁড়াতে স্কুলের উদ্যোগে 'নিজদ্বারে বিদ্যালয়' কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে পর্যায়ে ১ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। মনুয়াগঞ্জ, মৌলানিগছ, সহদইপাড়া, মোটাগছ, ক্ষেড়িপাড়া, জয়ন্তী কলোনি ও মেহেন্দিগছ গ্রামে গিয়ে পড়ুয়াদের পঠনপাঠনের সহযোগিতা করা হবে বলে জানা গিয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও খবর সূত্রের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এদিন দেখা যায়, স্কুল ইউনিফর্মে সার বেঁধে বসে রয়েছে পড়ুয়ারা। আর তাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করছেন সামনে বসা শিক্ষক শিক্ষিকারা।
সম্প্রতি বীরভূমের এক স্কুলেও দেখা গেল অন্য রকমের ছবি। করোনা অতিমারির সময়কালে স্কুলের দরজা বন্ধ ছাত্র-ছাত্রীদের জন্য। ২০২০ থেকেই বন্ধ হয়েছে বিদ্যালয় চত্বর। পড়ুয়াদের আনাগোনা নেই। ক্রমশই ফিকে হয়ে পড়ছিল বিদ্যালয় ভবনটি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত স্কুলে ক্রমশ ক্ষয় দেখা দিচ্ছিল। ধীরে ধীরে শ্যাওলা থেকে ঘাস, লতানে গাছ-গাছালিতে জঙ্গলে পরিণত হচ্ছিল স্কুল চত্বর।
এমনকী, স্কুলের দেয়াল জুড়ে বর্ষার জলের সবুজ শ্যাওলার আস্তরণ জমে উঠেছে। নিজেদের প্রিয় স্কুলকে এমনভাবে দেখতে সায় দিচ্ছিল না কারোর। ঠিক সেই সময় ভিন্ন ভাবনায় বন্ধ স্কুল রঙিন তুলির টানে সাজিয়ে তুলেছে বাজিতপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা।ময়ুরেশ্বর -১ এর বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে গত দশ দিন ধরে বিদ্যালয় চত্বরের বিভিন্ন দেওয়ালে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা রংতুলিতে নিজেদের মনে ভাব ফুটিয়ে তুলেছেন।
আরও পড়ুন: West Midnapur: প্রবল বৃষ্টিতে চন্দ্রকোনায় মাটির দেওয়াল ধসে মৃত্যু গৃহবধূর