রাজা চট্টোপাধ্যায়, মালবাজার : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (North Bengal) সফর চলাকালীন জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে তৃণমূলের (TMC) দুই নেতার সংঘাত প্রকাশ্যে। বর্তমান ব্লক সভাপতির বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগ প্রাক্তন ব্লক সভাপতির। প্রাক্তনের সমালোচনায় সরব তৃণমূল। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
তৃণমূলের দুই নেতার সংঘাত-
বর্তমানের বিরুদ্ধে পথে নামলেন প্রাক্তন। ফের প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। এই ছবি মঙ্গলবারের। তখনও জলপাইগুড়ির মালবাজারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই ক্রান্তির ব্লক সভাপতি মহাদেব রায়ের বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে নিয়ে মিছিল করলেন প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলম।তৃণমূলের বর্তমান ব্লক সভাপতির বিরুদ্ধে স্বৈরাচারিতা ও বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ তুলেছেন দলের প্রাক্তন পদাধিকারী।
মালবাজারের ক্রান্তির তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মেহবুব আলমের অভিযোগ, উনি গ্রুপবাজি করছেন। দলের কর্মী, ভোটারদের ইচ্ছাকৃতভাবে অন্য দলে কনভার্ট করার চেষ্টা করছেন। মেনে নিতে পারছি না। বিজেপির সাথে আঁতাঁত করছেন কি না হাইকমান্ড দেখবে।
বর্তমান ব্লক সভাপতি মহাদেব রায় অবশ্য বলছেন, ওঁকে মিটিংয়ে ডাকা হলে আসেন না। কোনও একটি সংস্থা বস্ত্র বিতরণ করবে বলে আমরা জানতে পারি। যাঁরা বস্ত্র নিতে এসেছিলেন আমার অনুমতি না নিয়ে তাঁদের নিয়ে মিছিল করেন।
এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। জলপাইগুড়ি বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, পুরোটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দল। একদল খেতে পারছে, একদল পারছে না। তাই নিয়ে মারামারি।
যদিও তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, দল বিরোধিতা হয়ে যাচ্ছে। দলের সিদ্ধান্ত না মেনে হঠকারী কিছু করলে দল সেটাকে সমর্থন করবে না।
অস্বস্তি ঢাকতে তৃণমূল যা-ই বলুক, পঞ্চায়েত ভোটে শাসকদলের এই সংঘাতকেই হাতিয়ার করতে মরিয়া গেরুয়া শিবির।
প্রসঙ্গত, দশমীর রাতে বিষাদের মাঝেই ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যায়। জলপাইগুড়ির (Jalpaiguri ) মালবাজারে, মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে, জলের তোড়ে তলিয়ে গিয়ে প্রাণ হারান ৮ জন। ঘটনার ১২ দিনের মাথায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।পাশে বসে দেন, পাশে থাকার বার্তা। সেখানেই শেষ নয়, পরের দিন, মুখ্যমন্ত্রী মালবাজারে বিসর্জন বিপর্যয়ে উদ্ধারকারীদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সেদিন বড় বিপর্যয় থেকে বহু প্রাণ বাঁচানো উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন ; মালবাজার-বিপর্যয়ে উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষের চেক, মৃতের পরিবারকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী