সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাত পোহালেই জামাইষষ্ঠী (Jamai Sasthi 2022)। তার আগে অগ্নিমূল্য বাজার। শহুরে জীবনে জামাইষষ্ঠী প্রাসঙ্গিকতা হারাতে বসলেও, বাঙালির বারো মাসে তেরো পার্বণের এই দিনটিকে মূলত রসনাতৃপ্তির দিন হিসেবেই ধরা হয়। কিন্তু বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। মাছ, মাংস থেকে, ফল, মিষ্টি, সবকিছুরই দাম আকাশছোঁয়া (Price Hike)।
অগ্নিমূল্য জামাইষষ্ঠীর বাজার
রবিবার জামাইষষ্ঠী। তার আগে শনিবারের বাজার আক্ষরিক অর্থেই আগুন। কলকাতার (Kolkata News) গড়িয়াহাট বাজারে (Gariahat Market) ২ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে বাগদা চিংড়ির দাম। গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা দরে। আবার ছোট ভেটকি মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। বড় ভেটকি ৬০০ টাকা দরে।
মাছ, মাংস, ফল, সব কিছুই দামি
মাছের বাজারের মতো একই ভাবে ফলের বাজারও আগুন। সকালের ফলাহার থেকে মধ্যাহ্ণভোজের পর তৃপ্তি ভরে আম খাওয়ার উপায় আর নেই। কারণ হিমসাগর আম ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ল্যাংড়া, গোলাপখাস বিক্রি হচ্ছে ১২০ টাকায়। লিচু কিনতে গুনে গুনে খরচ করতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। গোটা কাঁঠালের দাম পড়ছে ১০০ থেকে ১৫০ টাকা।
কিছু দিন আগে থেকেই মাংসের দোকানে ভিড় পাতলা হতে শুরু করেছে। জামাইষষ্ঠীর আগেও সেই ধারাই চলছে। কাটা মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। সবজির দাম হু হু করে না বাড়লেও, জামাইয়ের পাত সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কার্যতই পকেটে টান পড়ছে আম জনতার। তাই ভূরিভোজ তো দূর, সংসারের বাজার করাই দায় হয়ে দাঁড়িয়েছে। নামমাত্র বাজার করেই বাড়ি ফিরতে হচ্ছে অধিকাংশ মানুষকে। আবার বাজার ঘুরে দরদাম করেই কাটিয়ে দিচ্ছেন কেউ কেউ। সাধ্য রয়েছে যাঁদের, কষ্ট করে হলেও জামাইকে খাওয়ানোর জিনিসপত্র কিনে বাড়ি ফিরছে তাঁরা।
আরও পড়ুন: Train Cancelled : কাজ বকেয়া, বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত ব্যান্ডেল শাখায়, জানুন কতদিন