কলকাতা: দুধের কারবার থেকে দুধসাদা অট্টালিকা হদিশ মিলেছে আড়িয়াদহকাণ্ডে (Ariadaha) ধৃত জয়ন্ত সিংহের। অভিযোগ পুকুরের একাংশ বুজিয়ে আড়িয়াদহের ত্রাস জয়ন্তের প্রাসাদোপম বাড়ি তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, সিন্ডিকেট, প্রোমোটিং সব জানত দল। 


কীভাবে দুধসাদা অট্টালিকা জয়ন্তর? 


সামান্য দুধের ব্যবসা থেকে রাতারাতি প্রাসাদের মতো বাড়ির মালিক হয়ে উঠেছে আড়িয়াদহর ত্রাস জয়ন্ত সিংহ। কিন্তু এই সামান্য আয় থেকে কীভাবে এই বিরাট বাড়ি সম্ভব! তা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এককালে যাঁর জায়গা ভাড়া নিয়ে টালির চালের বাড়িতে থাকতেন, তাঁরই পুকুরের একাংশ দখল করে অট্টালিকা তৈরি করেছেন জয়ন্ত। এমনটাই অভিযোগ তুললেন আড়িয়াদহর বাসিন্দা তপন বিশ্বাস।


কী অভিযোগ? 


জয়ন্ত সিংহ নিজের বিলাসবহুল বাড়ি তৈরির জন্য তপন বিশ্বাসের পুকুরের একাংশ ভরাট করেছেন। দখল করেছেন কিছুটা জমিও। কী করে পুকুর ফিরে পাবেন সেই আশঙ্কা তৃণমূল সমর্থক তথা স্থানীয় বাসিন্দা তপন বিশ্বাস। তিনি বলেন, "আমরা বছরের পর বছর ধরে মাছ চাষ করি। একদিন আমি ওকে জিজ্ঞেস করি কেন বেড়া দিচ্ছ? ওরা আগে যেখানে থাকত, সেটা আমাদেরই জায়গা। যতবার বলেছি, ততবারই বলেছে তোমার জমি ফিরিয়ে দেব। ৬-৮ মাস আগে এই কথা হয়েছে। বলেছ প্ল্যান মেকার আসবে। চেয়ারম্যানকে জানিয়েছি মৌখিকভাবে।''                      


আড়িয়াদহের বাসিন্দাদের একাংশ গতকাল দাবি করেন এই বাড়িটি, জয়ন্ত সিংয়ের 'হোয়াইট হাউজ'। বেশিদিন নয়, সাম্প্রতিককালেই শেষ হয়েছে এই বাড়ি তৈরির কাজ। ওই বাড়ির উল্টো দিকে পৈতৃক বাড়িতেই রয়েছে তাদেক খাটালের ব্যবসা। গতকাল ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির বিশাল গেটে ঝুলছে বড় বড় তালা। বাড়ির লনে রয়েছে দামি গাড়িও। এবিষয়ে জয়ন্ত সিংয়ের ভাই প্রিয়ন্ত সিং বলেন, "বাড়ি টা তো আমার দাদার নামে খাতায় কলমে হবে না। রেজিস্ট্রি হয়নি এখনও। আমাদের ১৮ জনের পরিবার। জয়েন্ট ফ্যামিলির বাড়ি। এই বাড়ির পিছনে দাদার ১০ পারসেন্ট অবদান আছে কি না সন্দেহ। দাদার এলআইসির প্রিমিয়ামও আমাদের দিতে হয়।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Burdwan News: প্রভাব খাটিয়ে নিজের নামে সরকারি জমি, দলেরই নেতার বিরুদ্ধে অভিযোগ TMC পঞ্চায়েত প্রধানের