কলকাতা: পশ্চিমবঙ্গে JEE (Main) পরীক্ষা পিছিয়ে গেল। আগামী ২৩ জানুয়ারি রাজ্যে JEE (Main) হবে বলে ঠিক ছিল। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করছিল পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবছর ২৩ জানুয়ারি সরস্বতী পুজো যেমন, তেমনি ওই দিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বেছে বেছে ওই দিনই কেন পরীক্ষা রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সচিবকে চিঠি পাঠান সুকান্ত মজুমদারও। সেই মতো পরীক্ষা পিছনোর সিদ্ধান্ত গৃহীত হল। এর পর কবে পরীক্ষা হবে, তা সময় মতো জানিয়ে দেওয়া হবে। (JEE Main Exam)

Continues below advertisement

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন। এবছর আবার ওই দিনেই সরস্বতী পুজো। তাই বেছে বেছে ওই দিনই কেন JEE (Main) রাখা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "রাজনৈতিক ভাবে ওঁরা তো মুখে বলেন, নেতাজিকে সম্মান দেন। কিন্তু নেতাজির জন্য কী করেছেন, তা সকলেই জানেন। কেউ কিছু করেননি। নেতাজিকে যেটুকু সম্মান জানানোর আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর সেই সম্মানের বহরের শেষ নমুনা হচ্ছে নেতাজির জন্মদিনে জয়েন্ট পরীক্ষা ফেলা। আমাক মনে হয়, এর নেপথ্যে কোনও গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তা তাঁরাই বলতে পারবেন। নেতাজির জন্মদিনকে এভাবে অবহেলা বা তাচ্ছিল্য করার চেষ্টা আছে কি না, বুঝতে পারছি না। কিন্তু ধারাবাহিক ভাবে বাঙালি মহাপুরুষদের অপমান করার একটা প্রবণতা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়। এটা তারই সম্প্রসারণ কি না, তা ভাবার বিষয়।" (JEE Mains)

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্তও চিঠি পাঠান। আর তার পরই, পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা পিছনোর কথা জানিয়েছে তারা। লেখা হয়েছে, '২৩ জানুয়ারি সরস্বতী পুজো উদযাপন নিয়ে পশ্চিমবঙ্গ থেকে আবেদন পাওয়া গিয়েছে। আর তাই সিদ্ধান্ত হয়েছে য়ে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি JEE (Main) পরীক্ষায় বসবেন যে প্রার্থীরা, তাঁদের জন্য় অন্য একটি তারিখ ঠিক করা হবে'।

Continues below advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, কিছু জানার থাকলে, তা সরাসরি NTA Helpdesk-এ মেসেজ করে জানতে পারবেন পরীক্ষার্থীরা। ই-মেলও করতে পারেন jeemain@nta.ac.in-এ। ফোন করতে চাইলে 011-40759000 নম্বরে যোগাযোগ করতে পারবেন। 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI