জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: আশীর্বাদের দিনেই গায়েব প্রায় ১৫ লক্ষ টাকার গয়না (Jwellery Stolen)। দক্ষিণ ২৪ পরগনার (Dakkhin 24 Parganas) বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ রোডের বাকেশ্বরে ঘটনাটি ঘটেছে। বিষ্ণুপুর থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


কী ঘটেছিল?
অভিযোগকারী ব্যবসায়ীর নাম প্রভাস বাগ। তাঁর বিয়ে উপলক্ষে রবিবার বাড়িতেই আশীর্বাদের অনুষ্ঠান রাখা হয়েছিল। সেই আশীর্বাদেই ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন-সহ হবু স্ত্রীর পরিবার আসেন। প্রভাসের দাবি, তিনি ও তাঁর মা অনুষ্ঠান উপলক্ষ্যে একাধিক অলঙ্কার পরেছিলেন। আশীর্বাদ পর্ব মিটে গেলে আত্মীয় এবং হবু স্ত্রীর পরিবারের লোকজন চলে যান। তিনিও সমস্ত অলঙ্কার খুলে আলমারিতে রেখে দেন বলে জানান প্রভাস। কিন্তু রাতে আশীর্বাদে পাওয়া টাকা রাখতে গিয়ে আলমারি খুললে ব্যবসায়ী দেখেন, গয়নাগুলি নেই। তাঁর দাবি, ওই আলমারির চাবি আলমারির পাশেই রাখা থাকত। তবে একেবারে ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া সেই কথা আর কেউ জানতেন না। প্রভাসের সন্দেহ, ঘটনার দিন চাবি রাখার সময় কেউ তা দেখে ফেলেচিলেন। তার পরই গয়নাগুলি গায়েব হয়ে যায়। উধাও গয়নার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। রাতেই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। বাড়িতে বিষ্ণুপুর থানার পুলিশও আসে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বার বার জ্ঞান হারাচ্ছেন গৃহকর্ত্রী পিয়ালী বাগ। কারও সঙ্গে কথাই বলতে নারাজ তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিকের বক্তব্য, তাঁরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।


এক ঘটনা হাওড়ায়...
গত বছর অক্টোবরে হাওড়াতেও কিছুটা এক ধরনের ঘটনা ঘটে।  পেশায় লোহার ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাকিন মেয়ের বিয়ের জন্য বাড়িতে যে নগদ টাকা ও গয়না রেখেছিলেন, তা চুরি হয়ে যায় বলে খবর। দরজা ও আলমারি ভেঙে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না এবং পঞ্চাশ হাজার টাকার বেশি নগদ নিয়ে চম্পট দেয় চোরেরা, এমনই অভিযোগ ব্যবসায়ীর। গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোস্তাকিন। ঘটনার তদন্তও শুরু করে পুলিশ। কিন্তু বহুক্ষণ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পড়শিদের অনেকের অবশ্য প্রশ্ন, এতগুলো টাকা ও সোনার গয়না কোন ভরসায় বাড়িতে রেখেছিলেন মোস্তাকিন? উল্টো দিকে, নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। মেয়ের বিয়ের আগে এত বড় ঘটনায় স্বাভাবিক ভাবেই মুষরে পড়ে পরিবার।  কার্যত এক ছবি দক্ষিণ ২৪ পরগনার বাগ পরিবারেও।


আরও পড়ুন:হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো