অমিতাভ রথ, সাঁকরাইল (ঝাড়গ্রাম) : রাতভর গ্রামে তাণ্ডব চালাল ২০টি হাতির দল। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুমুরিয়া গ্রামের ঘটনা। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রায় ২০-২৫টি হাতির দল তাণ্ডব চালায় ডুমুরিয়া গ্রামে। জমি থেকে তুলে আনা ধানের ব্যাপক ক্ষতি করেছে হাতিগুলি।


এই ঘটনার জেরে বন দফতরের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর। অভিযোগ, প্রতিনিয়ত হাতি গ্রামে ঢুকলেও ব্যবস্থা নেয় না বন দফতর। ব্যাপক ক্ষতি হলেও ক্ষতিপূরণ পান না গ্রামবাসী। হাতি সরানোর কোনও ব্যবস্থা নেওয়া হয় না। যদিও বন দফতরের তরফে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন ; বাঁকুড়ায় লোকালয়ে দাপাচ্ছে হাতি, বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের


দিনকয়েক আগেই ঝাড়গ্রামের (Jhargram) নয়াগ্রামে হাতির (Elephant) তাণ্ডব দেখা গিয়েছিল। নিগুই এলাকায় দাপিয়ে বেড়ায় একটি হাতি। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে হাতির তাণ্ডবের ছবি। এক ঘণ্টা পর হাতিটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


খড়গপুর বন দফতর জানায়, নয়াগ্রাম রেঞ্জের কলমাপুকুরিয়া জঙ্গলে ৪, কেশররেখা রেঞ্জের বাঁশখালি জঙ্গলে ৩৫-৪০, চাঁদাবিলা রেঞ্জের চুলুমদা জঙ্গলে ৩০-৩২, কলাইকুণ্ডা রেঞ্জের বম্বিং এরিয়ায় ৩০-৩৫, হরিয়াধরা জঙ্গলে ১ ও সগড়ভাঙা জঙ্গলে রয়েছে ২০-২৫টি হাতি। জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে বন দফতর।


চলতি মাসেরই শুরুর দিকে ঝাড়গ্রামের মানিকপাড়া বিটের লাউরিয়া দাম এলাকায় তাণ্ডব চালিয়েছিল হাতি। রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকে ৩০ থেকে ৩৫টি হাতি। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বারবার বন দফতরকে খবর দিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ জানান স্থানীয়রা।


সম্প্রতি দলছুট হয়ে ব্যস্ত সময়ে রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়ে দাঁতাল (Elephant)। আর তাকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায় জলপাইগুড়িতে। বিপদের পরোয়া না করে কাছে গিয়ে ছবি তোলার হিড়িক পড়ে গেল। এমনই দৃশ্য ধরা পড়ে জলপাইগুড়ির (Jalpaigudi) রাস্তায়।