আসানসোল: রাজ্যের উপনির্বাচনের প্রচারে এসে এবার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “আসল ভোটকে কি ভয় পাচ্ছে তৃণমূল? অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য আসানসোলের প্রতি বুথে সিআরপিএফ নিয়োগ করা হোক। বাংলার পুলিশের সব তদন্তেই তো প্রশ্ন উঠছে। তাই হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে।’’ “বাংলায় পুলিশ সরকার চলছে, ’’ আসানসোলে উপনির্বাচনের প্রচারে এসে অভিযোগ রবিশঙ্কর প্রসাদের।


উপনির্বাচনেও ইস্যু রাজ্যের আইনশৃঙ্খলা: আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনেও ইস্যু রাজ্যের আইনশৃঙ্খলা। অমিত শাহের পর এবার রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে তোপ দাগলেন আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আনিস খান হত্যাকাণ্ড থেকে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের মতো ঘটনা ঘটেছে এরাজ্যে। আবার রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান খুন ও তারপর ভয়ঙ্কর হত্যাকাণ্ড। যে ঘটনায় দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সবশেষে মগরাহাটে এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জনকে গুলি করে কুপিয়ে খুন। পুরসভা ভোটের পর থেকে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজ্য সরকার ও শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করতে শুরু করেছে বিরোধী দলগুলি।


রাজ্যকে কটাক্ষ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর: এই আবহে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা ও দুর্নীতি ইস্যুতে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। দু’দিন আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শনিবার আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে এসে সেই আইনশৃঙ্খলা ইস্যুতেই তৃণমূলকে কড়া আক্রমণের পথে হাঁটলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, ২৪ ঘণ্টায় ১০টা খুন পশ্চিমবঙ্গে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, এই বিবৃতি দেওয়ার সময় পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা যে আদৌ আর নেই, এটাই বাস্তব।


কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “এটা একটা চক্রান্ত বাংলাকে নিচু করার জন্য। কংগ্রেস-সিপিএম বিজেপিকে সাহায্য করার জন্য তারা এগিয়ে যায় তারপর অর্ডার নিয়ে বিজেপি চালিত সংস্থাগুলো তারা আসল ইনভেস্টিগেশনের না গিয়ে রাজনৈতিক স্বার্থ পূরণ করার ব্যবস্থা করছে। এটা সিপিএম বিজেপি কংগ্রেসের যৌথ প্লে চলছে।’’ পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াটা আছে এই কথা শুনে সেও হাসবে। সরকার ওদের, পুরসভা ওদের, পঞ্চায়েত ওদের, পুলিশ ওদের আর বিরোধীরা সব করছে। তারমধ্যে বিজেপির নির্দেশ মেনে যা যা করার সব TMC করছে।’’


আরও পড়ুন: SSC Update: এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণের পরেই সুর বদল কুণালের