অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ফের মাওবাদী (Maoist) সন্দেহে গ্রেফতার। এবার ঝাড়গ্রামের (Jhargram) বিনপুর (Binpur) থেকে গ্রেফতার করা হল এক দম্পতিকে (Couple)। 


মাওবাদী সন্দেহে গ্রেফতার দম্পতি


ঝাড়গ্রাম জেলার বিনপুরের কাঁকো থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হল এক দম্পতিকে। রাজু সিংহ ও পূজা সিংহ নামে ওই দম্পতিকে বিনপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের খবর, তাদের কাছ থেকে বেশকিছু মাওবাদী পোস্টার উদ্ধার করেছে পুলিশ।


আজ অর্থাৎ সোমবার, ধৃতদের ঝাড়গাম জেলা আদালতে (Jhargram District Court) তোলা হয়। অভিযুক্ত রাজু সিংহের বাড়ি পশ্চিম মেদিনীপুরের (Pashchim Medinipur) নারায়ণগড় (Narayangar) ও তার স্ত্রী পূজার বাড়ি বিনপুরের কাঁকো এলাকায়। সাঁকরাইল থানার কুলটিকরিতে ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি।


ওই দম্পতিকে মাওবাদী পোস্টার টাঙানোয় এবং তাদের কাছ থেকে কিছু মাওবাদী পোস্টার মেলায় পুলিশ গ্রেফতার করে। সূত্রের খবর, টাকার বিনিময়ে পোস্টার লেখা ও লাগানোর কাজ করত ওই দম্পতি।


এদিন রাজু সিংহের জেল হেফাজত (Prison custody) ও পূজা সিংহের পাঁচদিন পুলিশ হেফাজতের (Police Custodu) নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। গোটা ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে বিনপুর থানার পুলিশ।


আরও পড়ুন: Arjun Singh: "রাস্তায় নেমে আন্দোলন করব,'' পাটশিল্প নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে সরব অর্জুন সিংহ


মাওবাদী সন্দেহে গ্রেফতার ২ ছাত্র


অন্যদিকে, আজই মাওবাদী অভিযোগে বীরভূমের (Birbhum) বোলপুর (Bolpur) ও শান্তিনিকেতন (Shantiniketan) থেকে ২ যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার (Bankura) বারিকুল থানার পুলিশ। ধৃতদের নাম টিপু সুলতান ওরফে মুস্তাফা কামাল ও অর্কদীপ গোস্বামী। মুস্তাফা কামাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswa Bharati University) অর্থনীতির প্রাক্তন ছাত্র আর অর্কদীপ বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্র। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে মাওবাদীদের নামে পোস্টার ও নথিপত্র উদ্ধার হয়েছে। যদিও ধৃতদের দাবি, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।