অমিতাভ রথ, ঝাড়গ্রাম: আই বি অফিসার পরিচয় দিয়ে চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানান গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অমিয় কুন্ডু। তঁর বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর থানার বকসী গ্রামে। ওই যুবক ঝাড়গ্রাম শহরের নৃপেণপল্লী এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকত। তাঁর বিরুদ্ধে মানসী পড়িয়া অভিযোগ দায়ের করেন ঝাড়গ্রাম থানায়। তিনি জানান যে চাকরি দেওয়ার নাম করে আইবি অফিসার পরিচয় দিয়ে ৭ লক্ষ ৯২ হাজার টাকা নেন ওই ব্যক্তি।
ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর শনিবার রাতে অমিয় কুণ্ডুকে গ্রেফতার করে। রবিবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে দশ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় আদালতে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে অমিয় কুন্ডু জানান তিনি চক্রান্তের শিকার।
কী জানিয়েছেন অমিয়?
"আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি প্রাইভেট টিউশন পড়িয়ে এখানে থেকে খাওয়া-দাওয়া করি ।আমি কারওকে আইবি পরিচয় দেইনি। আদালতে প্রমাণ হবে আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে।"
কিছুদিন আগেই বরানগরে ‘ভুয়ো’ সিবিআই অফিসারকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতের থেকে জাল পরিচয়পত্র, জাল নথি উদ্ধার হয়েছে, দাবি পুলিশের। অন্তত ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। জানা গিয়েছে, বরানগরের এক আইনজীবী দম্পতি বরানগর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ, ২০১৮ সাল থেকে তাঁদের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তাঁদের ভুয়ো সিবিআইয়ের নিয়োগপত্রও দেয়। কিন্তু নিয়োগে সমস্যা আছে, আইনি জটিলতা আছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে ইত্যাদি নানা অছিলায় তাঁদের নিয়োগ আটকে থাকার কথা বলে।