অমিতাভ রথ,ঝাড়গ্রাম: 'দুয়ারে রেশন' দিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঝাড়গ্রামে (Jhargram)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল রেশন বোঝাই পিকাপভ্যান । গুরুতর জখম চালক- সহ ৬ জন (Seriously injured 6)।ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের কেঁদুগাড়ি থেকে ছাতিনাশোল যাওয়ার রাস্তায় রতিনগাড়িয়ার কাছে।


আরও পড়ুন, মদে বিষ ছিল ? নাকি মেশানো হল পরে ? বর্ধমান মদকাণ্ডে কী নির্দেশ আদালতের


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রেশন দ্রব্য বোঝাই পিকাপ ভ্যানটি কেঁদুগাড়ি গাড়ি থেকে বড় ঝাউড়ি 'দুয়ারে রেশন' দিতে যাচ্ছিল। সেই সময় রতিনগাড়িয়া কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।স্থানীয়রা ও গোপীবল্লভপুর থানার পুলিশ পিকাপে থাকা ৬ জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।এখানে সেখানেই সকালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। 


প্রসঙ্গত, সম্প্রতি কালচিনিতে বক্সার জঙ্গলের মধ্যে দুটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই ট্রেলারেই দাউদাউ করে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল আসে ঘটনাস্থলে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার  পোড়ো বনবস্তি এলাকায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিল ৩১ নম্বর জাতীয় সড়ক। রাত পৌনে ২টো নাগাদ একদিকের লেন দিয়ে যান চলাচল শুরু হয়।


পুলিশ সূত্রে খবর, প্রথমে ভুটান থেকে বাংলাদেশগামী পাথরবোঝাই ট্রেলারের চাকা ফেটে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে চলে আসে। সেখানে গুয়াহাটিগামী আলুবোঝাই ট্রেলারে ধাক্কা লাগে। একটি ট্রেলারের চালক আহত হয়েছেন। দুই ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হলে দুটো গাড়ির ইঞ্জিনেই আগুন ধরে যায়। বাংলাদেশগামী পাথরবোঝাই গাড়ির চালক কিছুটা সুস্থ অবস্থায় নিজেকে রক্ষা করতে পারলেও পায়ে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন গুয়াহাটিগামী আলু বোঝাই গাড়ির চালক। আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।