অমিতাভ রথ, ঝাড়গ্রাম: সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটল ঝাড়গ্রামের বেলপাহাড়িতে (Belpahari)। নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান (Pickup Van)। সেটিতে থাকা ৪০জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে আঠেরো জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বেলপাহাড়িতে গাছের সঙ্গে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত ৪০ জনের মধ্যে আশঙ্কাজনক ১৮-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার সারেগা থেকে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বেলপাহাড়ি থানার চিরুগোড়া গ্রামে ফিরছিলেন ৪০জন। যে পিকআপ ভ্যানটিতে তাঁরা ছিলেন, সেটি বেলপাহাড়ি থানার লালজল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হন পিকআপ ভ্যানে থাকা ৪০জন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। খবর পৌঁছয় বেলপাহাড়ি থানাতেও। দ্রুত ঘটনাস্থলে আসে বেলপাহাড়ি থানার পুলিশ। পিকআপ ভ্যানে থাকা যাত্রীদের উদ্ধার করে পুলিশ বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে, গুরুতর আহত যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত কারও নিহতের খবর না পাওয়া গেলেও তাঁদের মধ্যে আঠেরো জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন - Jhargram : দিনে রেসিডেন্সিয়াল, রাতে দলমা ! শতাধিক হাতি দাপিয়ে বেড়াচ্ছে ঝাড়গ্রামজুড়ে; আতঙ্কে এলাকাবাসী
বিয়ে বাড়ির আনন্দ বদলে শোকের ছায়া-
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানের (Pickup Van) দুর্ঘটনায় (Accident) আশঙ্কাজনক আঠেরোজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ে বাড়ির অনুষ্ঠানের আনন্দ মুহূর্তে শোকের ছায়া নেমে আসে এলাকায়। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে বেলপাহাড়ি থানার পুলিশ। গাড়ির ব্রেক ঠিকমতো কাজ করছিল কিনা, অথবা চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও দেখা হচ্ছে। উঠছে আরও নানা প্রশ্ন।