ঝাড়গ্রাম: দীপাবলির আগে ফের  বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি-সহ পুলিশের ২ (Fire Crackers) । এবার ঝাড়গ্রাম। উল্লেখ্য, পুজোর মরসুমে এমনিতেই চারিদিকে কড়া নজর পুলিশের। তারই মাঝে নিষিদ্ধ শব্দবাজি-সহ দুইজনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়ির পুলিশ (Police)। 


শনিবার ঝাড়গ্রাম ব্লকের বালিভাষা লাল ব্রিজের কাছে একটি গাড়িকে দাঁড় করায় । সেই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় চার হাজার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। ওই শব্দবাজি নিয়ে আসার জন্য শেখ সম্রাট ও মুস্তাক খান নামে দুইজনকে পুলিশ প্রথমে আটক করে, তারপরে তাদের গ্রেফতার করে। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ছেরুয়া এলাকায়। রবিবার ওই দুইজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়, ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত দুইজনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।


সম্প্রতি একই ঘটনা ঘটে নিউটাউনেও। কালী পুজোর আগে প্রচুর বাজি উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ। বাজি উদ্ধারের ঘটনায় সেখানেও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিউটাউন থানা এলাকার জ্যোতিনগর থেকে এই বিপুল বাজি উদ্ধার হয়। প্রায় ২০০ কেজি বাজিউদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে নিউটাউন থানা এলাকার জ্যোতি নগর এলাকায় একটি বাড়িতে কালী পুজো উপলক্ষে বিক্রি করার জন্য প্রচুর বাজি মজুত করেছে। সেই মত কাল  সন্ধ্যের পর হানা দিয়ে প্রায় দুশো কেজি বাজি উদ্ধার করে। এই বাজি মজুত করার অপরাধে দুজনকে গ্রেফতার করা হয়।  এর পাশাপাশি ১২ তারিখ রাতে যাত্রাগাছি এলাকা থেকে সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেও ৫০ কেজি বাজি উদ্ধার হয়।


আরও পড়ুন, সকালে সোনা রোদ, আজ কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?


অপরদিকে, সেপ্টেম্বরের শেষে, দুর্গা পুজোর আগে, নিষিদ্ধ বাজির রমরমা চোখে পড়তে শুরু করে। পুরুলিয়ায় লরি ভর্তি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। লরির চালককে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। ভিন্ রাজ্য থেকে এ রাজ্যে নিষিদ্ধ বাজি ঢুকছিল বলে জানা যায়। রাতে বাজি ভর্তি ওই লরিটিকে আটক করে পুরুলিয়ার সদর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়িটি ঢোকে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় সেটিকে আটক করা হয়।