কলকাতা: আইএসএলে প্রথম জয় এটিকে মোহনবাগানের। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২ গোলে জয় সবুজ মেরুণ বাহিনীর। টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুতেই অঘটন। নামিবিয়ার বিরুদ্ধে হার শ্রীলঙ্কার। দেখে নিন আজকে সারাদিনের খেলার খবরের এক ঝলক।


এটিকে মোহনবাগানের জয়


কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে হাজার ৩৪ মানুষের বন্যায় একটাই রঙ দেখা যাচ্ছিল রবিবার, হলুদ। কিন্তু তাঁদের মধ্যেও যে কয়েকশো মানুষ সাদা-সবুজ-মেরুন জার্সি গায়ে এটিকে মোহনবাগানের হয়ে গলা ফাটাতে এসেছিলেন, তা বোঝা গেল ম্যাচের একেবারে শেষে, যখন অস্ট্রেলিয়া থেকে আসা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রিয়স পেট্রাটস তাঁর হ্যাটট্রিকটি পূর্ণ করে ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২-এ জয় ছিনিয়ে নিলেন।   


টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুতে হার শ্রীলঙ্কার


ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা বলা হয়। কেন বলা হয়, তার উদাহরণ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচেই পাওয়া গেল। হেভিওয়েট ভারত, পাকিস্তানকে হারিয়ে গত মাসেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা দল। নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সিংহভাগ বিশেষজ্ঞরাই শ্রীলঙ্কাকে (SL vs NAM) ফেভারিট বলে মনে করছিলেন। তবে সকলকে চমকে দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারিয়ে দুরন্তভাবে টুর্নামেন্ট শুরু করল নামিবিয়া। ১৬৩ রান তাড়া করতে নেমে ১০৮ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 


অজিভূমে পৌঁছলেন সিরাজ


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই চোট আঘাতে জেরবার ভারতীয় দল। মূল দলে থাকা যশপ্রীত বুমরা চোটে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে রিজার্ভে থাকা মহম্মদ শামি সুযোগ পেয়েছেন মূল দলে। ভারতীয় দলের রিজার্ভে থাকা আরেক খেলোয়াড় দীপক চাহারও চোটের কবলে। তাই দলে বেশ কিছু বদল করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথমে বিশ্বকাপের মূল দল বা রিজার্ভেও না থাকা মহম্মদ সিরাজ সুযোগ পেয়েছেন। তবে ১৫ জনের স্কোয়াড নয়, বরং রিজার্ভেই রাখা হয়েছে সিরাজকে। আজ, রবিবারই (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ায় পৌঁছেও গেলেন সিরাজ।


মুস্তাকে বাংলার জয়


সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) নিজেদের তৃতীয় ম্য়াচে শক্তিশালী তামিলনাড়ুকে ৪৩ রানের বড় ব্যবধানে পরাজিত করল বাংলা দল। বাংলার হয়ে এদিন ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করলেন তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। ব্যাট হাতে ৪২ রান করার পাশাপাশি বল হাতেও তিন উইকেট নেন শাহবাজ। তাঁর পারফরম্যান্সে ভর করেই জয় পেল বাংলা দল। 


টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই কোভিড বিধিনিষেধ


টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে স্বস্তি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে এই টুর্নামেন্টে থাকছে না কোনও কোভিড (Covid 19) বিধিনিষেধ। করোনা (Corona) আক্রান্ত হওয়া ক্রিকেটারও মাঠে নামতে পারবেন। সূত্র মারফৎ জানা গিয়েছে, যে কোনও প্লেয়ার যদি করোনা আক্রান্ত হন, আর এরপরও মাঠে নামতে চান অথবা মাঠে নামতে পারবেন, এমন অনুভব করেন, তবে তিনি মাঠে নামতেই পারেন। তবে তাঁকে কিছু নিয়ম মানতে হবে সেই টুর্নামেন্ট চলাকালিন। মাস্ক (Mask) পরতে হবে, বায়ো বাবলের (Bio Bubble) মধ্যে কিছু নিয়ম মেনে চলতে হবে।