ধানবাদ: ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad) বেসরকারি হাসপাতাল চত্বরে বিধ্বংসী আগুন! দমবন্ধ হয়ে মৃত্যু হল বাঙালি চিকিৎসক দম্পতি-সহ ৬ জনের । প্রশাসন সূত্রে খবর, রাত ১টা নাগাদ হাজরা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগুন লাগে । আগুন (Fire at hospital) দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বের করে আনে। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক দম্পতি সহ পাঁচজনকে । তাঁদের পাটলিপুত্র হাসপাতালে (Patliputra Hospital Dhanbad) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সর্ট শার্কিট থেকেই এই আগুন বলে দমকলকর্মীদের অনুমান ।
দমবন্ধ হয়ে মৃত্যু : আরোগ্যনিকেতনে ভয়াবহ ঘটনা । ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে বেসরকারি হাসপাতাল (Dhanbad Private Hospital) চত্বরে বিধ্বংসী আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু হল বাঙালি চিকিৎসক দম্পতি সহ ৫ জনের । শাসন সূত্রে খবর, রাত ১টা নাগাদ হাজরা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগুন লাগে ।
দাউদাউ করে জ্বলতে থাকে আগুন লো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ত হাসপাতাল থেকে বের করা হয় রোগীদের । রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী প্রেমা হাজরা ও তাঁদের পরিচারক সহ ৫ জনকে।
পাটলিপুত্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তঁদের মৃত বলে ঘোষণা করে। বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে যায় ওই চিকিৎসক দম্পতির ফ্ল্যাট। মকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে দমকলকর্মীদের অনুমান ।
হাওড়ায় বিধ্বংসী আগুন: এই একই দিনে হাওড়ার (Howrah) চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন । রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে । সকাল সাড়ে ৯টা নাগাদ কারখানায় কাজ চলাকালীনই আগুন জ্বলতে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ । দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে । পাশেই পাওয়ার হাউস থাকায় আগুন ছড়ানোর আশঙ্কায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হল বিদ্যুৎ সংযোগ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।
আরও পড়ুন: Howrah News: হাওড়ায় মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন, দ্রুত বের করা হল শ্রমিকদের