কলকাতা: 'কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের ফান্ড থেকে বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের' বিস্ফোরক অভিযোগ তুলে ইতিমধ্যেই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। আর এবার ধ্রুব সাহার বিতর্কিত মন্তব্যে এবার প্রতিক্রিয়া দিলেন শাসকদলের নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar )। জয়প্রকাশ মজুমদার পাল্টা বলেছেন, 'মিড ডে মিল বন্ধ করে দিতে বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।'


'মিড ডে মিল বন্ধ করে দিতে বলেছেন শুভেন্দু'


এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, 'এই ধ্রুব সাহা ব্যাক্তিটি, তার ব্যাকগ্রাউন্ড বিশেষভাবে আমরা জানিতো। এসব কথার কোনও অর্থ হয় না, কারণ  প্রমাণ করলে, প্রমাণ করবেন।  কিন্তু ঘটনাটা হচ্ছে, ওনারই গুরু শুভেন্দু অধিকারী, তিনি তো চিঠি লিখে বলেছেন মিড ডে মিল বন্ধ করে দিতে। তিনি আবার মিড মিলের জন্য কুম্ভিরাশ্রু ফেলছেন কেন ? তাঁদের দলের নেতা বলছেন, পশ্চিমবঙ্গের কোনও বাচ্চা যেনও মিড ডে মিল না পায়,.. এটা তো হচ্ছে বিজেপির ঘোষিত নীতি।' প্রসঙ্গত, বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের ফান্ড থেকে দেওয়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোষ্ট করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। গতকাল ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন। এনিয়ে তদন্তেরও দাবি করেছেন ধ্রুব সাহা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা, বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, বগটুইকাণ্ডে এক বছর হতে চলল, ইস্যু না পেয়ে সেই ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করে কোনও লাভ হবে না। 


আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে জেরায় উঠল এজেন্টদের নাম


মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য়ে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল


রাজ্য়ের স্কুলগুলিতে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে ৩০ জানুয়ারি রাজ্য়ে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আসার কথা ছিল ২০ জানুয়ারি। এ মাসের শুরু থেকেই মিড ডে মিলে মুরগির মাংস এবং ফল দেওয়ার কথা জানানো হয়েছিল রাজ্যের তরফে। তারপর থেকে মিড ডে মিল নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ। কোথাও মিড ডে মিলের মধ্য়ে মিলেছে সাপ, টিকটিকি, কোথাও মরা ইঁদুর। এই পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় দল আসার কথা জানা যায়। সরকারি সূত্রে খবর, ৩০ জানুয়ারি রাজ্য়ে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। থাকবে ৬ ফ্রেব্রুয়ারি পর্যন্ত।স্কুল শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক, স্কুলে স্কুলে গিয়ে মিড ডে মিলের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হবে।