কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইতিমধ্যেই নাম জড়িয়েছে শাসকদলের তাবড় তাবড় হেভিওয়েটদের। অনেকেই গিয়েছেন ইতিমধ্যেই শ্রীঘরে। এদিকে সদ্য ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha Arrested)। যা নিয়ে ইতিমধ্যেই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। 'বিধায়ককে কিনে নিতে গেম প্ল্যান', ইতিমধ্যেই  অভিযোগ তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর এমন সময়ই নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে কেন্দ্রীয় সংস্থার দাবি, আরও '৮-১০ জন বিধায়কের নাম উঠে এসেছে।'


পার্থ, মানিক বা জীবনকৃষ্ণ শুধু নন, নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) নজরে রাজ্যের আরও কয়েকজন বিধায়ক। সিবিআই ও ইডি-র দাবি, ইতিমধ্যেই ৮-১০ জন বিধায়কের নাম উঠে এসেছে।  বিভিন্ন জেলার এই বিধায়করা নিজেদের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। কেউ নিজের লেটার প্যাডে চাকরির সুপারিশ করেছেন। কেউ আবার চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছেন। এই চাকরি-বিক্রি চক্রে আরও কোনও বিধায়ক আছেন কি না, তা জানতে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চায় সিবিআই (CBI)। প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির ও সন্দেহভাজনদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বড়ঞার তৃণমূল বিধায়ককে। 


শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, পার্থ-মানিক-জীবনকৃষ্ণের পর সিবিআই (CBI) নজরে আরও এক তৃণমূল বিধায়ক। তৃণমূলের আরও এক বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে তদন্ত করতে চায় সিবিআই। 'চাকরি বিক্রির অভিযোগে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে তদন্তে আগ্রহী', তাপসের বিরুদ্ধে তদন্তে আগ্রহপ্রকাশ করে হাইকোর্টে (High Court) জানাল সিবিআই। 'তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ-দুর্নীতিতে যুক্ত থাকার পক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে, যার জেরে তদন্ত প্রয়োজন', বিজেপি নেতা  তরুণজ্যোতি তিওয়ারির মামলায় আদালতে দাবি সিবিআইয়ের। এনিয়ে এখনও পর্যন্ত তাপস সাহার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরও পড়ুন, নিয়োগ দুর্নীতিতে জালে তৃণমূলের জীবন, চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী


অপরদিকে, কেন্দ্রীয় এজেন্সির দাবি, শুধু নবম-দশম নয়, একাধিক ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ রয়েছে তৃণমূল বিধায়কের।  মুর্শিদাবাদ ছাড়াও, বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের থেকে টাকা নেওয়া হয়েছে। চাকরি দেওয়ার নামে এভাবে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে সিবিআইয়ের অনুমান।বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোনেই কী লুকিয়ে আছে নিয়োগ দুর্নীতির গোপন তথ্য? এই প্রশ্নের উত্তর তো সিবিআই খুঁজছেই, এর পাশাপাশি উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।