কলকাতা: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ। দেশজুড়ে সক্রিয় প্রতারণা চক্র। প্রতারণার শিকড় খুঁজতে রাজ্যে হানা দিল দিল্লি থেকে আসা সিবিআই টিম।
ধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ
সল্টলেক ও নরেন্দ্রপুরে সকাল থেকে চলছে তল্লাশি। অক্টোবরে প্রধানমন্ত্রীর দফতর থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে সিবিআই। অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে রেল, প্রতিরক্ষা-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে চাকরির টোপ দেওয়া হচ্ছে। সোশাল মিডিয়ার মাধ্যমে দেশজুড়ে সক্রিয় এই চাকরি-প্রতারণা চক্র। সিবিআইয়ের দাবি, তদন্তে উঠে আসে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম।
মেট্রো রেলে চাকরির টোপ
সম্প্রতি চায়ের দোকানে আড্ডা জমিয়ে বেকার তরুণ-তরুণীদের মেট্রো রেলে চাকরির টোপ দেওয়ার অভিযোগ উঠেছিল। লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত। ধৃত অমিত সমাদ্দার বেলঘরিয়ার বাসিন্দা। অভিযোগ, কয়েকমাস ধরে সল্টলেকের বিভিন্ন চায়ের দোকানে গিয়ে মেট্রোর অফিসার পরিচয় দিয়ে আড্ডা জমাতেন অমিত। বেকার তরুণ-তরুণীদের মেট্রো রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিতেন।
ভুয়ো নিয়োগপত্র
লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে ভুয়ো নিয়োগপত্রও দেন। গতকাল টাকা দেওয়ার টোপ দিয়ে অভিযুক্তকেই করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে ডেকে আনেন চাকরিপ্রার্থীরা। সেখান থেকেই অভিযুক্তকে আটক করে GRP। পরে প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ।
রাজ্যে ভুয়ো আইপিএস থেকে ভুয়ো নিয়োগপত্র কোনও কিছুই যায়নি বাদ। এমনকি কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডও ভোলেনি কেউ। তবে যে যে ঘটনাগুলিতে পর্দাফাঁস করেছেন পুলিশ, সেই ভুয়ো ঘটনাগুলিই সামনে এসেছে। সম্প্রতি ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে চাকরি করতে এসে গ্রেফতার হন দুই ব্যক্তি। পরে পুলিশ জেরা করে জানতে পেরেছিল, লক্ষ টাকার বিনিময়ে সে ওই চাকরির নিয়োগপত্র পেয়েছিল।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সাসপেন্ড বারাবনি থানার OC ! বিভাগীয় তদন্ত শুরু
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।