পারথ: অবশেষে বোধহয় স্বস্থির নিঃশ্বাস ফেলবে ভারতীয় দল। ক্যাপ্টেন ইজ ব্যাক। পারথেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত শর্মা। স্ত্রী রীতিকা সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তার জন্যই প্রথম টেস্টে ভারতীয় দলের অংশ নন তিনি। তাঁর পরিবর্তে বুমরা টস করতে নেমেছিলেন ওপটাস স্টেডিয়ামে। কিন্তু এবার শোনা যাচ্ছে যে রোহিত ফিরছেন ভারতীয় দলে।


বোর্ড সূত্রে খবর, বিসিসিআইয়ের কাছে রোহিত জানিয়েছেন যে আগামী ২৪ নভেম্বর তিনি ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন। আজ শুক্রবার ২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। আর সেখানেই রোহিত শর্মা যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার সঙ্গে। অর্থাৎ মাঠে নামতে না পারলেও রোহিত কিন্তু মাঠের বাইরে থেকেই বুমরা, পন্থদের উদ্বুদ্ধ করতে পারবেন। তাঁর অনুপস্থিতিতে বুমরা দায়িত্ব সামলাচ্ছেন এই টেস্টের। তিনিও ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে রোহিতের সঙ্গে তাঁর অস্ট্রেলিয়ার মাটিতে নেতৃত্ব দেওয়ার ইস্যুতে কথা হয়েছিল।


নিজের ক্যাপ্টেন্সি ইস্যুতে প্রশ্ন করা হলে বুমরা বলেন, ''আমি অত্যন্ত সম্মানিত ভারতের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে। তাও আবার এমন হাইভোল্টেজ মহারণে। আমি আমার মত করে দায়িত্ব পালনে চেষ্টা করব। বিরাট আলাদা, রোহিত আলাদা। আমি আমার মত করে কাজ করব। আমি এটাকে আলাদা কিছু মনে করছি না। দায়িত্ব নিতে বরাবরই ভালবাসি। রোহিতের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু এখানে আসার পর নিজের মধ্যে নেতৃত্ব দেওয়া নিয়ে একটা স্বচ্ছ ধারণা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে নেতৃত্বভার সামলেছি। তবে আমি এখানে একটা ম্য়াচের দায়িত্ব নিয়েই ভাবছি।''


উল্লেখ্য, গত ৯-১১ নভেম্বরের মধ্যে ভারতীয় দলের ক্রিকেটাররা পৌঁছে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সবার আগে পৌঁছেছিলেন বিরাট কোহলি। নিউজিল্য়ান্ড সিরিজে খারাপ পারফরম্য়ান্সের পর চাপে ছিলেন কিং কােহলি। তাই আগেভাগেই অজি ভূমিতে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই হয়ত শেষবার টেস্ট সিরিজে খেলতে নামছেন। রোহিতের অনুপস্থিতিতে পারথেও বাড়তি দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই। এদিকে, শুভমন গিলের আন্তঃদলীয় ম্যাচে আঙুল ভেঙেছে। তাই প্রথম টেস্টে গিলের পরিবর্তে দেবদত্ত পড়িক্কলকে খেলানো হয়েছে তিন নম্বরে। যদিও তিনি নামের সুবিচার করতে পারলেন না। ২৩ বল খেলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে গেলেন জস হ্যাজেলউডের শিকার হয়ে। মিডল অর্ডারই এখন ভরসা প্রথম ইনিংসে ভারতের।