অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্য, কলকাতা: চাকরিপ্রার্থী (Job Incumbent Agitation) ও আইসিডিএস কর্মীদের (ICDS Worker Agitation) বিক্ষোভে উত্তাল ধর্মতলা। সপ্তাহের প্রথম কাজের দিনই জোড়া বিক্ষোভে অবরুদ্ধ কলকাতার প্রাণকেন্দ্র। রাস্তা আটকে ২০১৬-র  বিক্ষোভ দেখালেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। কখনও ফুটবল খেলে, কখনও শুয়ে পড়ে বিক্ষোভ তাঁদের। অন্যদিকে, বঞ্চনার অভিযোগে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ। ধর্মতলা চত্বরেই রাস্তায় বসে প্রতিবাদ করেন তাঁরা। 


যা ছবি...
সোমবার 'বিধানসভা চলো' ডাক দিয়েছিলেন আইসিডিএস কর্মীদের। সেই জন্যই কলকাতায় জড়ো হন সকলে। সোমবার, ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে, রাস্তায় বসে, ধর্মতলা একরকম অচল করে দেন আইসিডিএস কর্মীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য বাজেটে তাঁদের জন্য কোনও ধরনের বেতন বা ভাতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়নি। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আইসিডিএস কর্মীরা। ফলে লেনিন সরণি থেকে গভর্নর প্লেস ইস্ট, ডোরিনা ক্রসিং, প্রত্যেকটি রাস্তা একরকম অবরুদ্ধ। আইসিডিএস কর্মীরা নিজ দাবিতে অনড়। এর জেরে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। কলকাতার প্রাণকেন্দ্রে এই বিক্ষোভের ফলে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস। আইসিডিএস কর্মীদের ক্ষোভ একটাই, যেখানে 'লক্ষ্মীর ভান্ডারের' বরাদ্দ বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে, সেখানে তাঁদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য কেন? 
একদিকে যখন এই ছবি, তখন মেট্রো চ্যানেলে বিক্ষোভ দেখান ২০১৬-র উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। এসএসসি-তে উচ্চ প্রাথমিকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বরে যাঁদের স্কুল বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেই প্রায় হাজার নয়েক চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরাই বিক্ষোভ করেন।  গত চার দিন ধরে, মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে এঁরা অবস্থান করছিলেন। আজ মিছিল করে আসেন। পরে ধর্মতলা মোড়ে বসে পড়েন। বিরাট পুলিশবাহিনী তাঁদের তুলে দিলে মেট্রো চ্যানেলে বিক্ষোভ করেন তাঁরা। পাশাপাশি পথনাটিকাও চলে। বিক্ষোভকারীদের বক্তব্য, ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এসএসসি তাঁদের কাউন্সেলিং শেষ করলেও হাইকোর্টে তাঁদের মামলা বিচারাধীন। ফলে নিয়োগ ঘিরে এখনও ধোঁয়াশা। তবে অবিলম্বে তাঁদের নিয়োগ সম্পূর্ণ করতে হবে, এই দাবিতেই এদিনের বিক্ষোভ করেন তাঁরা। সপ্তাহের পয়লা কাজের দিনে জোড়া বিক্ষোভে ধাক্কা খায় যান চলাচল, ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের।


আরও পড়ুন:খাবারে শুধুই শুকনো ভাত, পচা ডিম ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে বিক্ষোভ মালদায়