কলকাতা: বসন্ত পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর আরাধনা। এই দিনটি থেকেই বসন্তের আবহ শুরু হয়ে যায় বলে মনে করা হয়। মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো করা হয়। চলতি বছর এই দিনটি ১৪ ফেব্রুয়ারি পড়েছে। শিক্ষাক্ষেত্রে সাফল্য পেতে অগণিত পড়ুয়ারা এই দিন বাগদেবীর আরাধনায় সামিল হন। তাঁর কাছে নিজের মনোবাসনা ব্যক্ত করেন। শ্বেতচন্দনচর্চিতার থেকে আশিস প্রার্থনা করেন। এই দিনটি পড়ুয়াদের কাছে বরাবরই বিশেষ।


সরস্বতী পুজোর শুভেচ্ছা (Happy Saraswati Puja 2024 Wishes) - সরস্বতী পুজো পড়ুয়াদের কাছে প্রতি বছরই বিশেষ গুরুত্ব বয়ে আনে। তার উপর বছরের এই সময় মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। তাই পড়ুয়াদের এই দিনটির শুভেচ্ছা জানিয়ে মনোবল বাড়ানো যেতে পারে। সেকারণেই রইল সেরা কিছু শুভেচ্ছাবার্তা।



  • মা সরস্বতীর আশীষ সবসময় তোমার উপর বর্ষিত হোক। তোমার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক। শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা।

  • সরস্বতী মায়ের কৃপায় তোমার জীবন জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও যশে পূর্ণ হয়ে উঠুক। শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই।

  • তোমার বিদ্যা এবং বুদ্ধি তোমাকে সমস্ত বিপদে‌ পথ দেখাক। সরস্বতী পুজোর শুভলগ্নে এমনটাই কামনা করি। অনেক শুভেচ্ছা তোমার জন্য। 

  • মা সরস্বতীর আশীর্বাদে চেতনাপূর্ণ হোক তোমার জীবন। শিক্ষাদীক্ষা তোমার আগামী পথ আলোকিত করুক। শুভ সরস্বতী পুজো।

  • মনের দরজা খুলে দিক জ্ঞান ও শিক্ষার মঙ্গলালোক। বাগদেবীর কৃপায় মন উন্মুক্ত হোক। শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই।

  • জীবনে অশিক্ষার অমঙ্গল ঘুচিয়ে দিক বাগদেবীর আশীর্বাদ। মা সরস্বতীর আরাধনায় শুভলগ্নে এমনটাই কামনা করি। শুভ সরস্বতী পুজো।

  • বাগদেবী আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তোমার জীবনেও সেই পথের সন্ধান দিক মা সরস্বতী। শুভ সরস্বতী পুজোর অসংখ্য শুভেচ্ছা তোমাকে।

  • প্রকৃত জ্ঞান ও শিক্ষাই আমাদের বিপদ থেকে উদ্ধার করে। সেই জ্ঞান ও শিক্ষা তোমার পাথেয় হোক। শুভ সরস্বতী পুজোর অসংখ্য শুভেচ্ছা জানাই।


সরস্বতী পুজোর তারিখ ও সময় (Happy Saraswati Puja 2024 date and time) - পঞ্চমী তিথি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি দুপুর ০২ টো বেজে ৪১ মিনিট থেকে। পঞ্চমী তিথি সমাপ্ত  হচ্ছে পরের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা বেজে ০৯ মিনিটে। এই বছর পুজোর শুভ সময় ১৪ ফেব্রুয়ারি সকাল ০৬ টা বেজে ১৭ মিনিট থেকে দুপুর ১২ টা বেজে ০১ মিনিট পর্যন্ত। এর মধ্যেই করে নিতে হবে বাগদেবীর আরাধনা।


আরও পড়ুন - Gota Siddha : ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ থেকে কোষ্ঠকাঠিন্য়ের সুরাহা, গোটা সিদ্ধর উপকারিতা তাক লাগাবে