কলকাতা: এবারের পুজোও কেটেছে রাজপথে। ৪২৭ দিন ধরে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। দশমীর দিন মহিষাসুরমর্দিনী রূপে চলল অভিনব প্রতিবাদ। কেউ সাজলেন দুর্গা, কেউ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। অসুরবেশী দুর্নীতিকে বধ করে আইনি পথে চাকরি সুনিশ্চিত করাই এই প্রতিবাদের উদ্দেশ্য, দাবি গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation)। 


প্রসঙ্গত, অভিনব প্রতিবাদ এই প্রথমবার নয়, এর আগেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। কখন মুখ্যমন্ত্রীর সাজে, আবার কখনও বেকারত্ব বোঝাতে ঝালমুড়িওয়ালা, ঘুঘনিওয়ালার সাজেও প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। তবে এবার উৎসবমুখ শহরে এবার উমা মায়ের বেশেই দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। দুর্গা মায়ের সাজেই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে অসুর নিধনের ইস্যুও টানা হয়েছে।  


পুজো আসে ,পুজো যায়, চাকরির দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা এবারও রাস্তায়। গতবছর সন্তানকে পুজোয় জামাকাপড়টুকু কিনে দিতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েছিলেন আন্দোলনকারী এক মহিলা চাকরিপ্রার্থী। এখন পথেই দিন কাটাচ্ছে আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি রয়েছে। আর এবারেও পুজো কাটবে সেই রাস্তাতেই। নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। অন্যদিকে সম্প্রতি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মঞ্চে দেখা গিয়েছে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়কেও।


অগাস্ট মাসে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। SLST চাকরিপ্রার্থীদের পর সেসময় পথে নামেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের  দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তবে নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েছিলেন তাঁরা। এরপর পুজোর মাসে, ঝালমুড়ির থালা হাতে দেখতে পাওয়া যায় টেট উত্তীর্ণদের। 


আরও পড়ুন, 'রাম, BJP-র একার নয়', পুজো প্যান্ডেলের ইস্যুতে শমীকের পাল্টা ফিরহাদ


রাজ্যে নিয়োগ দুর্নীতির জেরে ইতিমধ্য়েই একের পর এক বিস্ফোরক তথ্য় তদন্ত সূত্রে উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। নতুন করে নিয়োগের কথাও উঠেছে। কিন্তু কবে তা প্রতিটা আদৌ ফলপ্রসু হবে, এটাই বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের। মাসের পর মাস অতিবাহিত হলেও নিয়োগ দুর্নীতির জালে আটকে একের পর এক ইস্যু।সদ্য SLST চাকরিপ্রার্থীও প্রতিবাদ জানিয়েছিল।বিরোধীদের বৈঠকের দিনেই রাজপথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা। ব্যাঙ্গালোরে মোদি-বিরোধী মেগা বৈঠকের দিনেই তৃণমূল সরকারের উপর চাপ বাড়াতে নতুন রণকৌশল নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।