কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস,কলকাতা: লোকসভা উপনির্বাচন থেকে বিধানসভা উপনির্বাচন, রাজ্যে বিজেপির ভোটবাক্সে রক্তক্ষরণ চলছেই। 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়েও ভোটের সুফল লাগছে না গেরুয়া শিবিরের পালে। অথচ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় রাম মন্দির দেখতে ভিড় করছেন কাতারে কাতারে মানুষ! ঠাকুর দেখার লাইনে এই রাম-সেন্টিমেন্ট চব্বিশের ভোটে ডিভিডেন্ড দেবে বঙ্গ বিজেপিকে?


'রাম, বিজেপির একার নয়'


পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, 'রাম, বিজেপির একার নয়'। কোথায় অযোধ্যা আর কোথায় কলকাতা ! অথচ কী আশ্চর্য পুজোর তিলোত্তমায় যেন একসূত্রে বাঁধা পড়েছে দেশের দুই প্রাচীন শহর । সব ঠিক থাকলে, আগামী লোকসভা ভোটের আগে, জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে যেতে পারে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আর এই রাম মন্দির নির্মাণকে সামনে রেখেই বিজেপি যে কুর্সি দখলের লড়াইয়ে ঝাঁপাবে, তাও অজানা নয়। চব্বিশের হাইভোল্টেজ লড়াইয়ের আগে অযোধ্যার সেই রামমন্দিরের। প্রতিরূপই উঠে এসেছে প্রায় সাড়ে ৯০০ কিলোমিটার দূরের কলকাতা শহরে।


রামমন্দিরের আদলে প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ারে 


সন্তোষ মিত্র স্কোয়ারে সেই রামমন্দিরের আদলে প্যান্ডেল দেখতে শুরু থেকে শেষ, উৎসবের প্রতিটি দিনই থিকথিকে কালো মাথার ভিড়। পুজোর পুরোধা বিজেপি নেতা সজল ঘোষ। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে এই পুজোর উদ্বোধন করেছেন।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য , বিজেপি সভাপতি জেপি নাড্ডা , বিজেপির একের পর এক কেন্দ্রীয় নেতা ধারাবাহিক ভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এসেছেন।


ভিড় উপচে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে


উদ্বোধনের পর থেকে প্রতিদিনই সাধারণ দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোমণ্ডপে। নবমীতে মেঘ-বৃষ্টির মধ্যে সেই ভিড় পাতলা হয়নি এতটুকু। অযোধ্যার রাম মন্দিরের ফায়দা কতটা পাবেন মোদি, সেটা বোঝা যাবে লোকসভা ভোটে। আপাতত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সফল পুজোর রাম মন্দিরে। 


'রাম ভারত, ভারতই রাম'


রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'রাম ভারত, ভারতই রাম। এটাই অন্তঃসলিলা ফল্গুধারা। আজ একটা স্পর্শ পেয়েছে, সবাই চলে এসেছে। আসলে এইটা ভারতবর্ষ। এটাই পশ্চিমবঙ্গ। পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, রাম কারোর পেটেন্ট নেওয়া নেই। অনেক রামভক্ত বিজেপিকে ভোট দেয় না। রাজনৈতিক বিতর্ক যাই থাক না কেন, রামমন্দির দেখতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোমণ্ডপে ভিড় হচ্ছে দারুণ। 


ভোটের পালে নতুন হাওয়া টানতে পারবে বঙ্গ বিজেপি?


আসানসোল লোকসভা উপনির্বাচন থেকে শুরু করে ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাংলায় পরপর হারতে হয়েছে বিজেপিকে। হাতছাড়া হয়েছে জেতা ৩টি বিধানসভা কেন্দ্র! সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর লাইনে এই রাম-উন্মাদনা কিছুটা হলেও কি স্বস্তির খোলা হাওয়া পৌঁছে দেবে বঙ্গ বিজেপির সদর দফতরে? দুর্গতিনাশিনীর বন্দনায় 'রাম মন্দির' করে ভোটের পালে নতুন হাওয়া টানতে পারবে বঙ্গ বিজেপি? প্রশ্ন রাজনৈতিকমহলে। 


'শাসকদলে অনেক মেঘনাদ আছে'


শমীক ভট্টাচার্য আরও বলেন,  'শাসকদলে অনেক মেঘনাদ আছে। অ্যাডভান্টেজ পুলিশ, অ্যাডভান্টেজ বিডিও, অ্যাডভান্টেজ নির্বাচন কমিশন, অ্যাডভান্টেজ সিভিক ভলান্টিয়ার, অ্যাডভান্টেজ ক্রিমিনাল। এই অ্যাডভান্টেজগুলো বাদ দিলে দেখবেন, গোল অন্য দিকে হচ্ছে। পাল্টা ফিরহাদ হাকিম বলেছেন, সেন্ট্রাল ফোর্স দিয়েই তো ভোট হয়। মহাকাব্যের বর্ণানা অনুযায়ী, শরতকালে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন রামচন্দ্র। সেই পুজোই বাংলার শ্রেষ্ঠ উৎসব। আর সেখানে পূজ্যের চেয়ে কম যাচ্ছেন না পূজারীও।একদিকে দুর্গার ছবি, একদিকে রামচন্দ্রের ছবি। কারণ এই দেশে অযোধ্যাকুলপতি, মর্যাদাপুরুষোত্তম যে বহুদিনই পরিণত হয়েছেন রাজনীতির রামচন্দ্রে ।