কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কাল চাকরিপ্রার্থীদের ধর্নায় (Job Seekers) নিষেধাজ্ঞা পুলিশের (Police)। একদিন আগেই ধর্নামঞ্চে সরস্বতী পুজো। সরস্বতী সাজে চাকরিপ্রার্থীর মেয়ে। পুজোর যাবতীয় আয়োজন গাঁধীমূর্তির পাদদেশে। ৬৮২ দিনে পড়ল গাঁধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্না। সরস্বতী পুজোতেও (Saraswati Puja 2023) অবিলম্বে নিয়োগের দাবি।
ধর্নামঞ্চে সরস্বতী পুজো: বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস, পাশাপাশি সরস্বতী পুজো। আর এদিন গাঁধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। নিরাপত্তার কারণে গাঁধীমূর্তির পাদদেশে ধর্নায় নিষেধাজ্ঞা জারি করেছে ময়দান থানার পুলিশ। তাই আগের দিনই সরস্বতী পুজো করলেন ৬৮২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা।
বুধবার, ৬৮২ দিনে পড়ল গাঁধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্না। যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা ধর্নামঞ্চে সরস্বতী পুজো সারলেন আগেভাগেই। সরস্বতী সাজে এক চাকরিপ্রার্থীরই শিশুকন্যা। অন্যায়ের প্রতিবাদে এই সাজ বলে জানালেন চাকরিপ্রার্থী। আন্দোলনকারীদের প্রার্থনা একটাই সবার যেন চাকরি হয়। এই প্রতীকী সরস্বতী পুজোয় পথেই প্রতিমা থেকে পুজোর যাবতীয় উপচারের আয়োজন করা হয় এদিন। পুজোর অঞ্জলি নেই, এদিন উঠল চাকরিপ্রার্থীদের স্লোগান।
সরস্বতী পুজোর আয়োজন: এদিকে ক্যাম্পাসে সরস্বতী পুজোর (Saraswati Puja 2023) অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ (Presidency University)। পুজোতেও অনড় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের গেটেই পুজোর আয়োজন শুরু টিএমসিপির। 'প্রেসিডেন্সি ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না।' প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গেটের মুখেই বসল মণ্ডপ, এলেন প্রতিমা। প্রেসিডেন্সির ইতিহাসে ক্যাম্পাসে পুজোর রীতি নেই। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রেসিডেন্সির দীর্ঘদিনের রেওয়াজ আজও প্রবহমান। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবার কর্তৃপক্ষের কাছে সরস্বতী করার জন্য আবেদন করা হয়। কর্তৃপক্ষ জানায় ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না। টিপিএমসিপি- র বক্তব্য, ‘ধর্মনিরেপক্ষে রাষ্ট্রে এ কেমন কথা।’ দীর্ঘ টালবাহানা পর অবশেষে প্রেসিডেন্সির মূল গেটের বাইরেই পুজোর আয়োজন রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের।
আরও পড়ুন: Durgapur: বাড়ি থেকে দূরে রেললাইনে পড়ে মৃতদেহ, পড়ুয়ার রহস্যমৃত্যু দুর্গাপুরে